দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনা ফুটবল বোর্ডের মনোমালিন্যের কথা কারো অজানা নয়। যার দরুন খেলোয়াড় জীবনে প্রথম বার মেসি বার্সেলোনা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন এবং এই টানাপোরানে বার্সা কর্তৃপক্ষের পদে অনেক পরিবর্তনও ঘটে।
লেও মেসি সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে ছিলেন, তার অসন্তোষের কারণ। পরবর্তীকালে বার্তমেও বার্সেলোনা প্রেসিডেন্ট পদ থেকে সরে যান। তার পর থেকেই সমর্থকদের ধারণা মেসি বার্সেলোনা ছাড়বে না।
এই দিকে আসন্ন বার্সেলোনা প্রেসিডেন্ট পদপ্রাথী জোর্ডি ফারে বলেন, “আমি বার্সেলোনার প্রেসিডেন্ট হলে লেও মেসি বার্সাতেই থাকবেন।” আগামী ২৪ সে জানুয়ারি হতে চলেছে নির্বাচন। জোর্ডি ফারের কথায়, তিনি প্রেসিডেন্ট হলে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নতুন চুক্তি পত্রে সই করবেন।
বার্সার সঙ্গে মেসির চুক্তি ২০২১ এ শেষ হয়ে যাবে। নতুন চুক্তি স্বাক্ষরিত নাহলে আগামী মরসুমে মেসিকে সম্ভবত ম্যানচেস্টার সিটিতে দেখা যাবে।
২০১৭ সালে বার্সা ছেড়ে প্যারিস সাঁজা-তে যোগ দেওয়া নেইমার কে বার্সেলোনায় ফেরা নিয়েও জোর্ডি ফারে বলেন, নেইমার আবার মেসির পাশে খেলার আগ্রহ দেখিয়েছেন। তাকেই বার্সেলোনা সই করারনোর আগ্রহ প্রকাশ করবে।
জোর্ডি ফারে ছাড়াও বার্সেলোনা প্রেসিডেন্ট পদপ্রার্থী খুয়ান লাপোর্টা, ভিক্টর ফন্ট, লুই ফার্নান্ডেজ ও অগস্টি বেনেডিতো।