দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রোহিত শর্মা না থাকা নিয়ে যখন দর্শকমহলে শোরগোল উঠেছে তখন টি-২০ সিরিজে বুমরাকেও বিশ্রাম দেওয়া নিয়ে আওয়াজ তুলেছিল নানা মহল। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ জিতে কোচ শাস্ত্রী জানিয়ে দিলেন যে হেভিওয়েট প্লেয়ার ছাড়াও তারা বিদেশের মাটিতে ম্যাচ জিততে পারে।
রবি শাস্ত্রী আরো জানান যে,”দীর্ঘ ক্রিকেটীয় সিজনের কথা ভেবেই আমরা বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছি। সদ্য আইপিএল শেষ করেই বিদেশের মাটিরে পারফর্ম করাও সহজ নয়। সেজ জন্যই হয়তো অষ্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট প্যাট কামিন্সকে বিশ্রাম দিয়েছে”।
কোচ শাস্ত্রী টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন টি নটরাজনের পারফর্মেন্স নিয়েও৷ তিনি বলেছেন যে, সানরাইজার্সের হয়ে অসাধারণ আইপিএল পারফর্মেন্সের জন্যই সিলেক্টররা তাকে নেট বোলার হিসেবে পাঠিয়েছিল। কিন্তু সে যেভাবে নিজের ধারাবাহিকতা বজায় রেখে বল করেছে তাতে বাঁ-হাতি সিমারের অভাব পূর্ণ করতে পারে।
এছাড়াও হার্দিক পান্ড্য নিয়ে বলেছেন যে, “হার্দিক এই সময়ের সেরা ক্লিন হিটার”। হার্দিকের হিরোয়িক ব্যাটিং-এর সুবাদেই টি-২০ সিরিজ ছিনিয়ে নেয় ভারত। কিন্তু এখনো হার্দিক বোলিং করতে না পারায় তার অলরাউন্ডার পারফর্মেন্সের স্বাদ পাওয়া যাচ্ছে না। হয়তো আগামী বছরে সেই অলরাউন্ডার হার্দিককে পাওয়া যাবে।
অবশ্য পরের বছর অষ্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। আর ভারতের বর্তমান টি-২০ ফর্ম যে আশা জাগাচ্ছে তাও জানিয়েছেন গুরু শাস্ত্রী।
১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অষ্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম টেস্টই খেলা হবে ফ্লাডলাইটের নিচে গোলাপি বলে। এর আগে মাত্র একটি দিন-রাতের টেস্ট খেলেছে ভারত। কিন্তু অজিদের ঘরে টেস্টে কেমন৷ ফল করে সেটাই দেখার।