দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুনতে আজব লাগলেও ভারতের মান বাঁচালেন বুমরাহ তবে বোলিংয়ে নয় ব্যাটিংয়ে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে আজ অস্ট্রেলিয়ায় দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সিডনিতে মাঠে নেমেছিল ভারতীয় দল। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি না থাকায় দায়িত্ব পালন করেন অজিঙ্কা রাহানে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাহানে। শুরুটা মোটেই তেমন ভাল করতে পারেনি ভারতীয় দল। অ্যাবোর্টের বলে মাত্র ২ রানে সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল।
আজ দলের হাল ধরেন পৃথ্বী শ এবং শুভমান গিল। একদিকে মাত্র ২৯ বলে আটটি চারের সাহায্যে প্রায় টি-টোয়েন্টির গতিতে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু অনেক বেশি বড় করার আগেই উইল সাথারল্যান্ডের শিকার হন তিনি। হনুমা বিহারিকে সাথে নিয়ে পার্টনারশিপ করে তোলার চেষ্টা করেন শুভমান গিল। কিন্তু আজ ১৫ রানে উইল্ডারমার্থের শিকার হয়ে গিলের সঙ্গ ছাড়তে হয় তাকেও। এরপর ভারতীয় ব্যাটিং কার্ডে দুই অঙ্কের স্কোরে নাম তুলতে ব্যর্থ হন অধিনায়ক রাহানে, পান্থ, সাহা, সাইনি এবং শামি।এই পাঁচটি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন অ্যাবোর্ট, কর্ণওয়ে এবং উইল্ডারমার্থ।মাত্র ১১৬ রানে ৮ উইকেট হারিয়ে যখন সম্মান বাঁচানোর লড়াইয়ে লড়ছে মেন ইন ব্লু। আজ হাতের ব্যাটকেই অস্ত্রের মতো কাজে লাগান বুমরাহ। ইয়ার্কার কিং বুম বুম ব্যাট হাতে আজ সত্যিই ছিলেন অনবদ্য। এমনকি ৫৮বলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলে গ্রিনের বলে যখন ঘরে ফেরেন শুভমান লড়াই ছাড়েননি বুমরাহ।
সিরাজকে সাথে নিয়ে আজ ভারতকে সম্মানজনক লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টায় বদ্ধপরিকর ছিলেন তিনি। তার ফলে এই পার্টনারশিপে গুরুত্বপূর্ণ ২২ রানের যোগদান রাখেন সিরাজও। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এ-র সামনে নিজের প্রথম অর্ধশতক পূর্ণ করেন বুমরাহ। শুধু তাই নয় আজ তার ব্যাট থেকে রান আসে চূড়ান্ত গতিতেও। মাত্র ৫৭ বলে দুটি বিশাল ছয় ও ছটি চার দিয়ে সাজানো ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত সুইপসনের বলে সিরাজ প্যাভিলিয়নে ফিরলেও অপরাজিতই থেকে যান বুমরাহ। তাদের এই অনবদ্য পার্টনারশিপের দৌলতে ১৯৪ রানের সম্মানজনক লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় দলের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট তুলে নেন অ্যাবোর্ট এবং উইল্ডারমার্থ। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত এক উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া এ দল। ভারতের হয়ে একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন বুমরাহই।
টেস্ট সিরিজের ঠিক আগে ভারতীয় দলটি হতাশাব্যঞ্জক ব্যাটিং যে যথেষ্ট চাপে রাখবে টিম ম্যানেজমেন্টকে নিয়ে কোন সন্দেহ নেই। তবে একথা ঠিক যে দলে ছিলেন না পূজারা বা কোহলি। কিন্তু মাথায় রাখতে হবে প্রথম টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরছেন কোহলি। তাই ভারতের এই হতাশাজনক ব্যাটিং আগামী বর্ডার-গাভাস্কার ট্রফির আগে যথেষ্ট চাপে রাখবে ভারতীয় দলকে।