দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সোমবারই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন রোহিত শর্মা। কাটলো সমস্ত জট এবং বাধা ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ফিটনেস টেস্ট পাস করলেন রোহিত। তাই অস্ট্রেলিয়া উড়ে যেতে আর তার কোনো বাধা রইল না। ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মাকে ফেরাতে ইতিমধ্যেই মরিয়া ছিল বোর্ড। বারবার এ বিষয়ে কোয়ারেন্টাইনের মেয়াদ কমানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আর্জিও পাঠিয়েছিল তারা। এখন ফিটনেসের সমস্যা কাটিয়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত, এটা ক্রিকেটভক্তদের পক্ষে সত্যিই আশার খবর।
ভারতীয় বোর্ড তরফে এখনো অফিসিয়ালি কিছু জানানো না হলেও এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ১৪ ডিসেম্বর তাকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়া। তবে আপাতত রোহিতের কোয়ারেন্টাইনের মেয়াদ কমায়নি অস্ট্রেলিয়া। তাই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। তাই দ্বিতীয় টেস্টে রোহিতের খেলার কোনো সম্ভাবনা নেই। তবে তৃতীয় টেস্টে তিনি ফিরতে পারেন দলে, অন্তত তেমনটাই সূত্রের খবর। যদিও এখনো এ বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।
কিন্তু বিরাটের না থাকাকালীন অন্তত রোহিত শর্মাকে দলে পেলে অভিজ্ঞতা এবং খেলোয়াড়ী প্রতিভার দিক থেকে কিছুটা যে স্বস্তি পাবে টিম ইন্ডিয়া এ নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচে তেমনভাবে আশাব্যঞ্জক ফলাফল এললেও রান পেয়েছেন চেতেশ্বর পুজারা এবং রাহানে। আজকের খবর অনুযায়ী সিডনিতে দ্বিতীয় অনুশীলন ম্যাচে ফর্মে ফিরেছেন ভারতের জোরে বোলাররাও। তাই এর ওপর রোহিত শর্মা যদি দলে অন্তর্ভুক্ত হতে পারেন তাহলে শাস্ত্রীর মাথাব্যাথা অনেকটাই কমবে।