দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বর্তমান অস্টেলিয়ার মেন্স জাতীয় ক্রিকেট দলের কোচ জাস্টিন লঙ্গার দলের কঠিন সময়ে দায়িত্বে আসেন। ‘স্যান্ড গেট’ বিতর্ক অস্ট্রেলিয়া ক্রিকেট ঐতিহ্য কে অনেকাংশেই ক্ষুন্ন করেছিল। তার পাশাপাশি দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার দল থেকে বিতরণ দলের মনোবল ভাঙার জন্যে যথেষ্ট ছিল। এমন সময় জাস্টিন লঙ্গার দলটির পরিকাঠামো শক্ত করে দাঁড়াতে সাহায্য করেন।
দলের কোচ হিসেবে লঙ্গার নিজের দায়িত্ত যথাযথ পালন করেন, দলের দুজন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও দলকে জয়ের রাস্তা দেখিয়েছেন। স্মিত ও ওয়ার্নার এক বছর পর ২০১৯ সালে দলে ফিরলে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্ব কাপে ভালো প্রদর্শনী করে।
কিন্তু সম্প্রতি লঙ্গার জানান, তিনি বিগত কয়েক মাস ধরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন, যা কোচ হিসেবে দল সামলানো দুর্বিসহ করে তুলছে। তিনি ডান কানে অসম্ভব ব্যাথা অনুভব করছেন, তার ধারণা তার বাবার মতো তার কানেও টিউমার দেখা দিয়েছে।
লঙ্গার বলেন, “এই সব হঠাৎ করেই হচ্ছে। বিশ্বকাপের সময় আমরা ইংল্যান্ডে ছিলাম, একদিন সকালে হঠাৎ কানে যুদ্ধক্ষেত্র সমান যন্ত্রনা শুরু হলো। এবং বিগত ১০ মাস ধরে আমার সব সময় কান্ত ও নিদ্রাচ্ছন মনে হয়।”
জাস্টিন লঙ্গার আরো বলেন, ” কখনও কখনও আমি অত্যন্ত অসুস্থ বোধ করি। কিন্তু তার যথাযত কারণ খুঁজে পাই না।”
যদি তার পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করার পরে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো উত্তর আসেনি।