দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএফএ শিল্ডের আগে চমক দিয়েছিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া মহিলা ফুটবল লিগ বা কন্যাশ্রী কাপ ফের চালু করেছিল তারা। আইএফএ সচিব জয়দ্বীপ বলেছিলেন, “ফুটবল ফিরছে আইএফএ-র হাত ধরে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। ফুটবলার থেকে রেফারিরা সকলেই খুশি। বলতে পারেন মহিলা ফুটবল মহলে খুশির হাওয়া। আগামী ২৬ ডিসেম্বর হাওয়া স্টেডিয়ামেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতা চাই।“
সেই মহিলা ফুটবল লিগেই এবার দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। গোয়ায় আইএসএলে পুরুষ ফুটবল দলের অবস্থা একেবারেই ভালো নয়। চারটি ম্যাচ খেলে এখনও একটিও জিততে পারেননি সেই ইস্টবেঙ্গল। সমর্থকদের যন্ত্রনা বাড়িয়ে এখনও অবধি টুর্নামেন্টে একটিও গোল করতে পারেননি তারা। সেইদিক থেকে দেখতে গেলে এই দুঃসময়ে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের পারফরম্যান্স বেশ খানিকটা তৃপ্তি দিচ্ছে তাদের।
আরও পড়ুন:- এই ড্র আত্মবিশ্বাস দেবে ইস্টবেঙ্গলকে, মনে করছেন সমর্থকরা
এদিন শ্রীভূমি এফসি-র বিরুদ্ধে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল মহিলা দল। ইস্টবেঙ্গল গ্রাউন্ডে শ্রীভূমিকে ৩-১ ফলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলের মেয়েরা। যদিও ২৫ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল শ্রীভূমি। কিন্তু এরপর প্রথমার্ধে মমতা হাসদা ও মিনা বেগম এবং দ্বিতীয়ার্ধে ঐশ্বর্য জগতাপের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।