দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলে শনিবার ছন্দে ফেরা গোয়ার মুখোমুখি নামতে চলেছে ওড়িশা এফসি। আইএসএলের শুরুটা ভালো হয়নি গোয়ার। নিজেদের প্রথম তিনটি ম্যাচে একটিও জয় পায়নি গোয়া। বেঙ্গালুরু ও নর্থইস্টের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ফিরে এসেছিল জুয়ান ফার্নান্দোর দল। কিন্তু হারতে হয়েছিল মুম্বাই সিটি এফসি-র কাছে। তবে শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে ৩-১ ফলে জয় আত্মবিশ্বাস বাড়াবে এফসি গোয়ার। পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন ঈগর অ্যাঙ্গালু। কালও গোল পেতে তার দিকেই তাকিয়ে থাকবে গোয়া ভক্তরা।
অপরদিকে চূড়ান্ত পরিকল্পনাহীন দেখাচ্ছে ওড়িশা এফসি-কে। জামশেদপুরের বিরুদ্ধে ড্র করলেও হায়দরাবাদ, এটিকে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসির কাছে বিশ্রী ভাবে হারতে হয়েছে তাদের। জামশেদপুর ম্যাচটি ছাড়া অন্য দলগুলির বিরুদ্ধে গোলের খাতাই খুলতে পারেনি তারা। তাই দিয়েগো মৌরিসিও, জ্যাকব ট্র্যাট-দের কাছ থেকে স্পেশাল কিছু আশা করে থাকবেন কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার।
• এফ সি গোয়া সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
মহম্মদ নওয়াজ
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, অভিনব, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর অ্যাঙ্গালু
• ওড়িশা এফসি সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
কমলজিৎ সিং
রক্ষণ-
হেনরি অ্যান্টনী, জেকব ট্রাট, স্টিভেন টেলর, শুভম সারেঙ্গি
মাঝমাঠ-
কোল আলেকজান্ডার, গৌরব বেরা, মার্সেলিনো, নন্দ কুমার, লাইসরম সিং
আক্রমণ-
দিয়েগো মৌরিসিও