দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃফের ক্রিকেটে ফিরল ফিল হিউজের দুঃস্বপ্ন। ২০১৪ সালের ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়া দলের হয়ে ব্যাটিং করছিলেন ফিল হিউজ। ব্যক্তিগত ৬৩ রানে ব্যাটিং করার সময় নিউ সাউথ ওয়েলস বোলার সিন অ্যার্বোটের বাউন্সার মাথায় এসে লাগে তার। সাথে সাথেই বাতিল করা হয় খেলাটি এবং হিউজকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু আর ফিরিয়ে আনা যায়নি এই তারকা ব্যাটসম্যানকে।মাত্র ২৫ বছর বয়সেই শেষ হয়ে যায় তার জীবন।যদিও এদিন ঘটনাটি ঘটলো কিছুটা অন্যভাবে।তবে সেই দুঃস্বপ্ন যে এখনো তাড়া করে ফিরছে সকলকে এ নিয়ে কোন সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ বর্ডার গাভাস্কার ট্রফির লড়াইয়ে মাঠে নামার আগে আজ সিডনিতে গোলাপি বলে অনুশীলন ম্যাচ খেলছিল ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া এ। আর সেই দলেই অন্যতম তারকা ব্যাটসম্যান ছিলেন ক্যামেরন গ্রিন। গত অনুশীলন ম্যাচে যিনি দুরন্ত শতরান করে ভারতের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান।
এদিন ভারতের বিরুদ্ধে বোলিং করছিলেন এই তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে দলের হয়ে বিরুদ্ধ পরিস্থিতিতে শেষ লড়াই লড়ছিলেন যশপ্রীত বুমরাহ।এদিন মাত্র ১১৬ রানেই ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে দলকে টেনে তোলেন বুমরাহ। মূলত তাঁর ৫৫ রানের দুরন্ত ইনিংসের দৌলতেই ১৯৪ রানের লড়াকু স্কোরে পৌঁছায় টিম ইন্ডিয়া। সেই বুমরাহ তখন ব্যাট করছিলেন ৪০ রানে।সঙ্গী ছিলেন সিরাজ। আর বলিস না এজন্য অস্ট্রেলিয়া এ বেছে নিয়েছিল ক্যামেরন গ্রীনকে।ঠিক তখনই ঘটে একটি দুর্ভাগ্যজনক ঘটনা। বুমরাহের স্ট্রেট ড্রাইভ সোজা এসে লাগে ক্যামরনের মাথায়।
সাথে সাথেই ছুটে যান অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সিরাজ। সমস্ত বিরুদ্ধতা ভুলে ক্যামেরনের শারীরিক অবস্থা সম্পর্কে আশঙ্কিত হয়ে পড়েন তিনি। ছুটে আসেন বুমরাহ নিজেও। এই স্পোর্টসম্যান স্পিরিট এবং মানবিক মুখ মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাথে সাথে যদিও মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয় গ্রীনকে।আপাতত তার অবস্থা ততটা সংকটজনক নয়। তবে সব সময়ই তার দিকে নজর রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের তরফে জানানো হয়েছে গ্রিনের শারীরিক অবস্থার দিকে সবসময় কড়া নজর রয়েছে। শর্ট দিতে যথেষ্ট জোর ছিল বুমরাহের। তাই ওই দুরন্ত গতিতে এসে লাগাবো যথেষ্ট ক্ষতি করতে পারে গ্রিনের মতো তারকা ক্রিকেটারের জীবনে। আপাতত সকলেই চান তিনি সুস্থ হয়ে উঠুন।