দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সদ্য প্রকাশিত হয়েছে ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২০ তালিকা। ২০২০ বছরে পারফরম্যান্সের ভিত্তিতে প্রদান করা হবে এই পুরস্কার। ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাবের জন্য তিনজন ফুটবলার মনোনীত হয়েছেন ফাইনালিস্ট হিসেবে। তারা হলেন জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বায়ার্ন মিউনিখের গোলমেশিন রবার্ট লিয়নডস্কি এবং বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি।
আরও পড়ুন:-চিরনিদ্রায় চলে গেলেন স্বর্ণযুগের ভারতীয় স্ট্রাইকার
[08:48, 12/12/2020] ঋতব্রত: চলতি বছরটা দুর্দান্ত যাচ্ছে রবার্ট লিয়নডস্কির। গোলের নেশায় মেতেছেন এই পোলিশ স্ট্রাইকার। সেই সঙ্গে জিতেছেন বুন্দেশলিগা, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। প্রতিটি প্রতিযোগিতাতেই টপ স্কোরার তিনি। চলতি বছরে তার দেশ এবং ক্লাব মিলিয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। তার পরে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৫ বছর বয়সে এসেও ফর্মে ঘাটতি নেই তার। জুভেন্তাসকে একার দমে জিতিয়েছেন অনেক ম্যাচ। জিতেছেন ইতালিয়ান লিগ। সেই সঙ্গে দেশের হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। ছুঁয়েছেন ৭৫০ কেরিয়ার গোল এবং ৬৫০ ক্লাব গোলের মাইলফলক। চলতি বছরে ক্লাব ফুটবলে তার চেয়ে বেশি গোল কেউ করেননি। ক্লাব এবং দেশ মিলিয়ে লিয়নডস্কির পরেই দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। যদিও বছর শেষে কে সর্বোচ্চ গোলদাতা হয় তা দেখতে অপেক্ষা করতে হবে আর কয়েকদিন। তবু রোনাল্ডোর এই ফর্ম দেখে বিশ্বাস করা কঠিন যে ২ মাসেরও কম সময় ৩৬ বছর পূর্ণ হবে তার। তুলনামূলকভাবে দৌড়ে একটু পিছিয়ে লিওনেল মেসি। চলতি বছরে কোনও ট্রফি জেতেননি তিনি। কিন্তু থিঁয়ের অরির পর প্রথম ফুটবলার হিসাবে এক মরশুমে ২০ গোল এবং ২০ এসিস্ট করার রেকর্ড ছুঁয়েছেন। তবে লিয়নডস্কি কিংবা রোনাল্ডোর থেকে তিনি বেশ খানিকটা পিছিয়েই রয়েছেন তাতে সন্দেহ নেই।
ফিফা বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি, বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের ফাইনালিস্টদের নামও ঘোষণা করেছেন। সেই দৌড়ে রয়েছেন লিভারপুলের অ্যালিশন বেকার, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যয়ার এবং অ্যাটলেটিকো মাদ্রিদের জান ওবল্যাক। সেই সঙ্গে বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে আছেন লিভারপুলের জুর্গেন ক্লপ, বায়ার্ন মিউনিখের হ্যান্সি ফ্লিক এবং লিডস ইউনাইটেড-কে ১৬ বছর পর প্রথম ডিভিশনে তোলা মার্সেলো বিয়েলসা। সমস্ত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষনা করা হবে ১৭ তারিখ।