দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে কৃষকদের আন্দোলন দিন প্রতিদিন আরো জটিল হয়ে উঠছে। এই বিষয়ে অনেক তারকারাই তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষকদের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন এবং দ্রুত এই সমস্যার সমাধান কামনা করেছেন। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। ভারতীয় সরকার ও কৃষকদের মধ্যে এই মুহুর্তে কোনো মীমাংসার ইঙ্গিত নেই।
আজ প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। এর জন্মদিন। তিনি আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষকদের সহানুভূতি জানিয়েছেন এবং এই সমস্যার দ্রুত নিষ্পত্তি কামনা করেছেন।
যুবরাজ তাঁর ৩৯ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কৃষকদের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সমস্যা শান্তিপূর্ণ সমাধান কামনা করেন।
যুবরাজ নিজের টুইটারে লেখেন, ” কৃষকরা দেশর একটি গুরুত্বপূর্ণ অংশ তাতে কোনো সন্দেহ নেই। এই সমস্যা শান্তিপূর্ণ কথপোকথনের মাধ্যমে সমাধান ঘটানো সম্ভব।”
তিনি আরো বলেন, ” জন্মদিন পালন করার থেকেও বড়, নিজের মনের ইচ্ছা পূরণ করার একটা উপলক্ষ। আমার শুধু কামনা কৃষক ও ভারতীয় সরকারের মধ্যেকার এই দণ্ডের দ্রুত নিষ্পত্তি ঘটুক।”
যুবরাজ সিং এর বাবার সিংহু বর্ডারে করা মন্তব্যের জন্যে অনুশোচনা করেন। তিনি বলেন, তাঁর চিন্তাধারা তার বাবার মতো নয়। তিনি কোনো মতেই তার বাবার চিন্তাধারাকে সমর্থন করেন না। তিনি বলেন, “কৃষকরা সঠিক জিনিসের চাহিদা প্রকাশ করেছেন। সরকারের উচিৎ তাদের কথা শোনা। এটাই সময়, সরকারের এখন সমাধান নিয়ে ভাবতে হবে। আমি সেই সকল খেলোয়াড়দের সমর্থন জানাই যারা তাদের সম্মানীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।”
তিনি আরও লেখেন, ” আমি সকলের কাছে নিবেদন করছি আপনারা নিজেদের কোভিডি-19 থেকে সুরক্ষিত রাখার জন্যে সব রকম সাবধানতা অবলম্বন করুন। ভাইরাসের প্রকোপ এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সতর্ক থাকতে হবে, ভাইরাসের প্রকোপ কে হারাতে হবে।”
যুবরাজ শেষে বলেন, “জয় জওয়ান! জয় কিষান! জয় হিন্দ!”