দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার, ভারতীয় শিবিরের এমন একজন ব্যাটসম্যান যিনি অনেক বোলারদের মাথা ব্যথার কারণ ছিলেন। এমনকি বর্তমান সময়ের বোলাররা নিজেদের ভাগ্যবান মনে করেন কারণ শচীন টেন্ডুলকারের সম্মুখীন হয়নি তারা। শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম দের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ গুলি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সোশ্যাল মিডিয়া জুরে প্রাক্তন খেলোয়াড় দের সঙ্গে বর্তমান খেলোয়াড়দের তুলনা একটা অতি সাধারণ বিষয়। কোনো বর্তমান ক্রিকেটার ভালো খেলে তাকে শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হয়। এইবার স্বয়ং শচীন টেন্ডুলকার বললেন এক বর্তমান বোলার এর কথা। যার সামনে প্রতিপক্ষ হিসাবে বাট হাতে দাঁড়াতে চান।
মাস্টার ব্লাস্টার মনে করেন আফগানিস্তানী রশিদ খান একজন দুর্দান্ত প্রতিদ্বন্দী হতে পারেন, শচীনের মতে রশিদ খানের বলে অনেক বিশাসত্ত আছে।
মাস্টার ব্লাস্টার তার ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন উত্তর পর্বে বলেন, ” যদি আমায় বর্তমান সময়ের কোনো বোলারের সমুখীন হতে হলে আমি রশিদ খানের বলে বাট করতে চাইবে। সবাই কম বেশি তার বোলিং নিয়ে কথা বলে এবং আমি নিজেও তার বোলিং উপভোগ করি। তাই তার বলের সম্মুখীন হওয়া আমার জন্যে খুব আকর্ষণীয় হবে, রশিদ যেই ভাবে গুগলি, লেগ স্পিন ও টপ স্পিন বল করে- ওর বলে ভিন্নতা আছে।”
টেন্ডুলকার নিজের ওডিআই ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ” আমি এমন সময়ে খেলেছি যখন ওডিআই এর জন্যে একটি মাত্র বল ব্যবহার করা হতো, তাই বল রং হারালে বল বুঝে মারতে অসুবিধা হতো। সময়ের সঙ্গে সঙ্গে বল নরম হয়ে গেলে বড় শর্ট মারা মুশকিল হতো।”