দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আর দু বছরও বাকি নেই কাতার বিশ্বকাপ শুরু হওয়ার। তার আগে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ওঠার যোগ্যতা অর্জন করতে হবে দেশগুলিকে। ২০২২ সালের শীতে ছোট্ট মরুশহরে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। তার জন্য ইতিমধ্যেই সাজ সাজ রব চলছে। সেই উদ্দেশ্যেই সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়ে গেল ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রূপ বিন্যাস।
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবার ‘এ’ গ্রুপে রয়েছে। চারবারের বিশ্বকাপজয়ী ইতালির স্থান হয়েছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গে বুলগেরিয়া, সুইজারল্যান্ডের মতন দেশগুলো এক গ্রুপে রয়েছে। ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স আছে ‘ডি’ গ্রুপে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম রয়েছে ‘ই’ গ্রুপে। ‘আই’ গ্রুপে ইংল্যান্ড এবং ‘জে’ গ্রুপে জায়গা হয়েছে জার্মানির।
২০২২ কাতার বিশ্বকাপের জন্য এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুরু হলেও এইমুহূর্তে করোনার প্রকোপে তা স্থগিত হয়ে রয়েছে। অপরদিকে লাতিন আমেরিকাতে ব্রাজিল-আর্জেন্টিনাদের বাছাইপর্ব শুরু হয়েছে গত অক্টোবরে। এই মুহূর্তে ৪ টি ম্যাচ হয়েছে সেখানে এবং গ্রূপ শীর্ষে রয়েছে ব্রাজিল। ২০২১ সালের মার্চ থেকে মাঠে শুরু হচ্ছে ইউরোপের বাছাইপর্বের লড়াই। দেখে নিন প্রকাশিত গ্রূপ বিন্যাস বিস্তারিতভাবে-
গ্রুপ এ:- পর্তুগাল, সার্বিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, আজারবাইজান।
গ্রুপ বি:- স্পেন, সুইডেন, গ্রীস, জর্জিয়া, কসোভো
গ্রুপ সি:- ইতালি, সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া, লিথুয়ানিয়া
গ্রুপে ডি:- ফ্রান্স, ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া-হার্জেগোভেনিয়া, কাজাখস্তান
গ্রুপে ই:- বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ওয়েলস, বেলারুশ, এস্তোনিয়া
গ্রুপ এফ:- ডেনমার্ক, অস্ট্রিয়া, স্কটল্যান্ড, ইজরায়েল, ফারো আইল্যান্ড, মলদোভা
গ্রুপ জি:- নেদারল্যান্ডস, তুরস্ক, নরওয়ে, মন্টেনেগ্রো, লাটভিয়া, জিব্রাল্টার
গ্রুপ এইচ:- ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা
গ্রুপ আই:- ইংল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা, স্যান মেরিনোর
গ্রুপে জে:- জার্মানি, রোমানিয়া, আইসল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, লিখটেনস্টাইন