দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে শেষ ম্যাচে ফর্মে ফেরা এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল ফর্ম হাতড়ে বেড়ানো ওড়িশা এফসি। জয়ের রাস্তায় আসতে মরিয়া ছিলেন স্টুয়ার্ট ব্যাক্সটার। তাই ম্যানুয়েল অনু এবং দিয়েগো মৌরিসিওকে একসাথে নামিয়ে দিয়েছিলেন তিনি। বেঞ্চে রেখেছিলেন মার্সেলিনোকে। অপরদিকে গোয়ার কোচও একসাথে নামিয়েছিলেন জর্জে অর্তিজ এবং ঈগর অ্যাঙ্গুলো-কে। দুই কোচের দল নির্বাচন থেকেই পরিষ্কার ছিল যে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে।
আরও পড়ুন:- ইউরোপীয় জোনের বাছাইপর্বের সূচি ঘোষিত, মার্চ থেকে শুরু কাতার বিশ্বকাপের টিকিটের লড়াই!
ম্যাচের শুরুতেই নিজেদের মধ্যে অনেক পাস খেলে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে গোয়া। মাঝেমাঝে আক্রমণে ওঠার চেষ্টা করলেও একবারও বিপজ্জনক বলে মনে হয়নি ওড়িশাকে। ১৭ মিনিটে শেরিটনের ক্রস থেকে অ্যাঙ্গুলোর হেড বাইরে যায় একটুর জন্য। খানিকক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে ওড়িশার নীতি। ডিফেন্সে পায়ের জঙ্গল তৈরি করে ডিফেন্সকে সুরক্ষিত করে কাউন্টার অ্যাটাকে গোয়াকে মুশকিলে ফেলার চেষ্টা করে ব্যাক্সটারের শিষ্যরা। কিন্তু বার বার বিপজ্জনক প্রতিআক্রমণ করেও শেষ পর্যন্ত গোয়া রক্ষণকে বিপদে ফেলতে ব্যর্থ হয় ম্যানুয়েলরা। উল্টো দিকে একাধিক ক্রস ভেসে এলেও সেগুলিকে গোলে পরিণত করতে ব্যর্থ হন গোয়ার ফরোয়ার্ডরা। শেষপর্যন্ত যখন সবাই ভেবে নিয়েছে প্রথমার্ধ শেষ হবে গোলশূন্য ভাবে ঠিক সেই সময় জেসুরাজের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশ করে গোয়াকে এগিয়ে দেন অ্যাঙ্গুলো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শানাবার চেষ্টা করে ওড়িশা। ১ মিনিটের মধ্যে অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট করে জেরি। কিন্তু তারপর খেলার দখল নেয় গোয়া। ৫০ মিনিটে আক্রমণে ওঠে অল্পের জন্য গোল মিস করে গোয়ার অর্তিজ। আক্রমণে ব্রেন্ডন, অর্তিজ, অ্যাঙ্গুলো ত্রিফলার আক্রমণ বার বার সমস্যায় ফেলে ওড়িশা ডিফেন্সকে। ৫২ মিনিটে ওড়িশার আলেকজান্ডারের শট অল্পের জন্য বাইরে যায়। ৬৩ মিনিটে পর পর অ্যাঙ্গুলো এবং অর্তিজের শট বাঁচান ওড়িশা গোলকিপার অর্শদীপ। এরপর কিছু সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় ওড়িশা। উল্টোদিকে ৭৩ মিনিটে প্রতিআক্রমণ থেকে অল্পের জন্য গোল তুলে নিতে ব্যর্থ হয় অ্যাঙ্গুলো। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন গোয়ার ফরোয়ার্ডরা। ম্যাচের শেষ মুহূর্ত অবধি বলের দখল ছিল গোয়ার কাছে। খুব কম সময়ই বিপজ্জনক হয়ে উঠতে পেরেছে ওড়িশা এফসি। ওড়িশা ধন্যবাদ জানাতে পারে তাদের গোলরক্ষককে যার জন্য স্কোরলাইন অপমানজনক হয়ে দাঁড়ায়নি। ম্যাচ জিতে প্রথম চারে উঠে এল গোয়া