আইএসএলে আজ দুর্দান্ত ফর্মে থাকা নর্থইস্টের মুখোমুখি হতে চলেছে দিকভ্রান্ত চেন্নাইয়ান। চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে জামশেদপুরকে হারিয়েছিল চেন্নাইয়ান। কিন্তু তার পর থেকেই নিজেদের ফর্মের ধারে কাছে নেই তারা। নিজেদের শেষ ম্যাচ দুটি তাদের হারতে হয়েছে বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসির কাছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটও চিন্তায় রাখছে তাদের। আজ তাই জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবেন তারা।
আরও পড়ুন:-ফিফার বর্ষসেরা খেতাবের দৌড়ে মেসি-রোনাল্ডো, জেনে নিন কার জয়ের সুযোগ বেশি
কিন্তু চেন্নাইয়ানের কাজটি একেবারেই সহজ হবে না। কারণ তাদের সামনে প্রতিপক্ষ হিসাবে থাকছে নর্থইস্ট ইউনাইটেড। এই মুহুর্তে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে নর্থইস্ট। এখনও অবধি টুর্নামেন্টে হারের মুখ দেখেনি তারা। গোলের মধ্যেই রয়েছে ইদ্রিসা, মাচাডো, কোয়েসি-রা। তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবেন কোচ জেরার্ড নাস।
• চেন্নাইয়ান এফসি সম্ভাব্য একাদশ :
গোলরক্ষক- বিশাল কাইথ
রক্ষণ- রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়লা
মাঝমাঠ- দীপক টাংরি, রাফায়েল ক্রিভেয়ারো, থই সিং
আক্রমণ- লালিয়ানজুয়ালা ছাংগতে, এসমায়েল গঞ্জালেস, জাকুব সিলভেস্ত্রের।
• নর্থ ইস্ট সম্ভাব্য একাদশ :-
গোলরক্ষক-
শুভাশিস রায় চৌধুরী
রক্ষণ-
আশুতোষ মেহেতা, গুরজিন্দর কুমার, ডিলান ফক্স, প্রভাত লাখরা
মাঝমাঠ-
বেঞ্জামিন লামবোট, খাসা কামারা, লালেনগমাওয়াইয়া,
আক্রমণ-
ব্রিটো, ইদ্রিসা সিলা, লুইস মাচাদো