দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি আইএসএলে চার ম্যাচ খেলেও এখনও প্রথম জয় অধরা কেরালা ব্লাষ্টার্সের। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কোচিংয়ে এবছর এখনও জ্বলে উঠতে পারেনি ইয়েলো সাবমেরিন। রবিবারের দ্বিতীয় ম্যাচে সাহালদের সামনে এবার ছন্দ খুঁজে বেড়ানো বেঙ্গালুরু এফসি। খুব একটা ভালো ছন্দে না থাকা সুনীলদের বিরুদ্ধে কিবু ভিকুনার রণকৌশলে কেরালা চলতি লিগে তাদের প্রথম জয়টি ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:- অবশেষে স্বস্তি, চ্যাম্পিয়নশিপ খেলা নাইজিরিয়ান স্ট্রাইকার এবার ইস্টবেঙ্গলে
লিগে চারটি ম্যাচ খেলে কেরালা দুই ম্যাচে ড্র করেছে ও বাকি দুটি ম্যাচ হেরে বসেছে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরুর পর নর্থ ইস্টের ও চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দল ড্র করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অ্যালবিনো গোমসরা। কিন্তু গত ম্যাচে গোয়ার বিরুদ্ধে ফের হেরে বিপাকে তারা। ফলে ৪ ম্যাচে এখনও পর্যন্ত মাত্র ২টি পয়েন্ট নিয়ে কেরালা পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে। তাদের পেছনে শুধু ওড়িশা এবং এসসি ইস্টবেঙ্গল।
অন্যদিকে চলতি বছরে বেঙ্গালুরুও খুব একটা ভালো ছন্দে নেই। সুনীল ছেত্রী এবছর যেমন পেনাল্টি থেকে একটি গোল করা ছাড়া চার ম্যাচে আর গোল পাননি, ঠিক তেমনি দলও একটি ম্যাচ বাদ দিলে বাকিগুলিতে ড্র করেছে। চেন্নাইয়ানের বিরুদ্ধে সুনীলের পেনাল্টিতে বেঙ্গালুরু এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচ জিতেছে। বাকি ৩ টি ম্যাচ ড্র করে বেঙ্গালুরু ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্টে নিয়ে চার নম্বরে রয়েছে। কাল জয় তুলে নিয়ে লিগ টেবিলের ওপরের দিকে ওঠার চেষ্টা করবেন সুনীলরা।
বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
গুরপ্রীত সিং সাধু
রক্ষণ-
জুয়ানন, রাহুল ভেকে, হরমনজ্যোত খাবরা
মাঝমাঠ-
ডিমাস ডেলগাডো, এরিক পার্তেলু, ওয়াংজাম, রাহুল ভেকে, ক্লিয়েটন সিলভা
আক্রমণ-
সুনীল ছেত্রী, ক্রিশ্চিয়ান ওপসেথ
কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
অ্যালবিনো গোমস
রক্ষণ-
নিশু কুমার, বাঁকারী কোনে, কোস্তা, ধনচন্দ্র মিতেই
মাঝমাঠ-
রোহিত কুমার, ফাকুন্দো আবেল, ভিসেন্তে গোমেজ
আক্রমণ-
নঙদম্বা নাওরেম, গ্যারি হুপার, সত্যসেম সিং