দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শনিবার গ্রূপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল সাদা-কালো শিবির। কল্যাণী স্টেডিয়ামে কালীঘাট এমএসকে ১-০ গোলে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রূপে শীর্ষস্থান নিশ্চিত করলো মহামেডান স্পোর্টিং ক্লাব। গনি আহমেদের দুর্দান্ত ফিনিশে কালীঘাটকে হারায় জোসে হেভিয়ার ছেলেরা, যা ছিল ম্যাচের একমাত্র গোল।
আরও পড়ুন:-মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো বধ রিয়ালের, ম্যাচ জিতে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে এলো টনি ক্রুসরা
এরপর কোয়ার্টার ফাইনালে তারা গোকুলাম কেরালার মুখোমুখি হবে। কেরালার ক্লাবটি নিজেদের শেষ ম্যাচে বিএসএসস্পোর্টিং-কে ৭-২ ফলে হারিয়েছে। একটি পেনাল্টি সহ হ্যাটট্রিক করেছেন গোকুলামের ডেনিস আনতাই। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহামেডানের মুখোমুখি হতে চলেছে তারা। স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৭ গোল বাদ দিলেও তাদের খেলা যথেষ্ট ভয়ংকর লেগেছে। অপরদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে মহামেডানও। বিশেষ করে কাল শেখ ফৈয়াজের খেলা মুগ্ধ করেছে মহামেডান ভক্তদের। দুটি ম্যাচেই বলের বেশিরভাগ দখল নিজেদের পায়ে রেখে আক্রমণ করেছে মহামেডান। তার সুফলও পেয়েছেন তারা। গতকাল কয়েকবার প্রতিআক্রমণ করেছিল কালীঘাট, কিন্তু দুর্দান্তভাবে তা সামাল দেয় মহামেডান ডিফেন্স।
অপরদিকে রিয়াল কাশ্মীরও নিজেদের গ্রূপের শীর্ষে থেকে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। তাদের সামনে প্রতিপক্ষ সার্দান সমিতি। সার্দান অবশ্য নিজেদের গ্রূপে দ্বিতীয় হয়ে উঠেছে। তাদের গ্রূপে দুই ম্যাচ জিতে শীর্ষস্থান পেয়েছিল জর্জ টেলিগ্রাফ। করোনা পরবর্তী সময়ে এখনো অবধি সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করায় আইএফএ-কে ধন্যবাদ জানিয়েছে সবকটি দলই।