দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া একদিনের সিরিজ তথা টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের পক্ষে যদি কোনও একটি নাম বেছে নিতে হয় তাহলে দুরন্ত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি অবশ্যই হার্দিক পান্ডিয়া। যেমন ব্যাট হাতে তার দাপট চোখে পড়েছে একদিনের ম্যাচ গুলিতে তেমনি বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন তিনি। একদিনের ম্যাচ তো বটেই টি-টোয়েন্টিতেও দুরন্ত পারফরম্যান্সের জেরে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন হার্দিক। মূলত তার দুরন্ত ব্যাটিংয়ের দৌলতেই টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার মুখ থেকে ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল।
কিন্তু এবার হার্দিক পান্ডিয়াকে দেখা গেলো এক নতুন রূপে। দেশের কর্তব্য আপাতত শেষ হয়েছে। এখন সময় পরিবারের সাথে একান্ত কিছু মুহুর্ত কাটানোর। সূর্য সন্তানের পিতা হয়েছেন ভারতীয় দলের এই হার্ড হিটিং ব্যাটসম্যান।এবার সন্তানের সাথে তাদের দেখা গেল একান্ত সময় কাটাতে।অস্ট্রেলিয়া সফর চলাকালীন ছেলেকে দেখতে না পাওয়ার ব্যথা যথেষ্ঠ প্রস্ফুটিত হয়েছিল তার কথাবার্তায়। তিনি বলেছিলেন, “ছেলে জন্মানোর পর তার মুখটাই দেখি নি। চার মাস পর বাড়ি ফিরে একবারে দেখব। “এদিন সেই ছেলের সাথেই একান্ত সময় কাটাতে দেখা গেল হার্দিককে। ফিডিং বোতলে ছেলেকে দুধ খাইয়ে দিচ্ছেন তিনি। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “দেশের প্রতি কর্তব্য পালনের পরে এবার ছেলের প্রতি কর্তব্য পালন।”
ওয়ানডে সিরিজের লজ্জাজনক হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। তার অন্যতম কাণ্ডারী ছিলেন হার্দিক। ম্যান অব দ্য সিরিজ পুরস্কার নেওয়ার পরেও তিনি বলেন,”ছেলেকে দেখিনি চার মাস হয়ে গেলো। ওর জন্য মন কেমন করছে।পরিবারের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে। প্রসঙ্গত উল্লেখ্য আইপিএল শেষে সোজা অস্ট্রেলিয়া সফরে পৌঁছেছিলেন হার্দিক। অন্যান্য খেলোয়ারদের মতোই তারও বাড়ি ফেরা হয়নি। তার আগেই অবশ্য তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সদ্যোজাত সন্তানকে নিয়ে দেশেই ছিলেন স্ত্রী নাতাশা।
শুক্রবারেই দেশে ফিরেছেন হার্দিক। আর মুম্বাইতে পা দেওয়ার পরেই শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেন তিনি। একদিকে যেমন তার দেশের প্রতি কর্তব্য পরায়ণতা, মন জয় করে নিয়েছে নেটিজেনদের। তেমনি অন্যদিকে পিতা হার্দিককে দেখেও মুগ্ধ নেটিজেনরা।