দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জন্মদিনে এক কিংবদন্তিকে শুভেচ্ছা জানালেন আরেক কিংবদন্তি। যদিও দুজনের বিচরণ ক্ষেত্র একেবারে আলাদা। কিন্তু আগেও দেখা গেছে রজনী আন্নার প্রতি লিটল মাস্টার শচীনের এই বিপুল শ্রদ্ধার ছবি। দক্ষিণী সিনেমা তারকা রজনীকান্তের কথা শোনেনি এমন হয়তো কাউকেই গোটা ভারতে খুঁজে পাওয়া বিরল হবে। আর অন্যদিকে ক্রিকেটের কিংবদন্তি শচীনকে কে না জানে। কিন্তু যা জানা নেই তা হলো পরস্পরের পরস্পরের প্রতি শ্রদ্ধা। এর আগেও বারবার বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেখা গেছে শচীন এবং রজনীকান্তকে। দুজনের কর্মক্ষেত্র সম্পূর্ণ আলাদা হলেও দুজনেই দুজনের ভক্ত।
এবং একথা সরাসরি স্বীকার করে নিতে কখনোই দ্বিধা করেননি সাচিন কিংবা রজনী। এর আগেও যখন শচীনের আত্মজীবনী অনুসরণে তথ্যচিত্র “শচীন এ বিলিয়ন ড্রিমস” সামনে আসে, রজনী বলেন, “শচীন এ বিলিয়ন ড্রিমসের সর্বাধিক সাফল্য কামনা করি। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন শচীন।”
জবাব দিতে ভোলেননি লিটিল মাস্টারও। বারবার তিনি ধন্যবাদ জানিয়েছেন থালাইভাকে। এর আগেও জন্মদিনে রজনীকান্তকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শচীন। তাই রজনী ৭০ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে কোন ভুল হল না তার,”জন্মদিনের হার্দিক শুভকামনা থালাইভা। প্রার্থনা করি ঈশ্বর আপনাকে দীর্ঘ রোগী সুস্থ জীবন দান করুন। “
দুজনের এই মধুর বার্তালাপ যে উপভোগ করেছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা,এ নিয়ে কোন সন্দেহ নেই। ভারতীয় সিনেমায় রজনীকান্ত যেন এক লোকগাথা। তার যাত্রা আজও অনুপ্রেরিত করে সকলকে। আশা করি আরো দীর্ঘদিন তিনি আনন্দ দিয়ে যাবেন ভারতীয় দর্শকদের।