দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পাকিস্তান নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবার আগেই বড় ধাক্কা পাক শিবিরে।এর কিছুদিন মাত্র আগে ইমাম-উল-হক নিজের বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার জন্য সিরিজ থেকে বাদ পড়ে যান। আবারো ছোটা ঘাট জনিত সমস্যায় জর্জরিত হলো পাকিস্তানের সাজঘর। এবার ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার কারণে সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন পাকিস্তানের অন্যতম কি-প্লেয়ার বাবর আজম। রবিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে পাকিস্তান শিবির তরফে জানানো হয়েছে,”থ্রো ডাউন অভ্যাস চলাকালীন এদিন হাতে চোট পান বাবর।এরপর তাকে স্থানীয় হাসপাতালে এক্সরে করার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানেই জানা যায় ভেঙে গেছে আঙুলটি।”
পিসিবি আরও জানিয়েছে,”এই চোটের ফলে আপাতত ১২ দিন মাঠে নামতে পারবেন না বাবর। এই সময়ের মধ্যে ডাক্তারদের নজরে থাকবে তার চোটাঘাতজনিত সমস্যা। চিকিৎসকদের কাছে সমস্ত পরীক্ষায় পাস করলে তবেই প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন তিনি।”বাবরের পরিবর্তে অকল্যান্ডে টিমকে নেতৃত্ব দান করবেন সহ-অধিনায়ক সাধব খান। যদিও কিছুদিন যাবত চোট সাথে নিয়ে চলেছেন এই লেগ স্পিনারও।এই গ্রয়েনে নিগেলের কারণে আপাতত নেটে কেবল ব্যাটিং অভ্যাসই করতে পারছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়েতে এই ইনজুরির কারণে তার টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করা হয়নি। তবে তার সম্পর্কে সিদ্ধান্ত আরো পরে নেওয়া হবে বলেই জানিয়েছে পিসিবি।
কোচ মিস বাউল হক বলেন,”বাবর আজমের মত একজন প্রতিভাধর খেলোয়াড়কে সাথে না পাওয়া সত্যিই খারাপ ব্যাপার। তবে মানতেই হবে যে এটা অন্যান্য যে প্রতিভাধর ব্যাটসম্যানরা বাইরে বসে আছেন তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি করবে। তাদের সামনে এগিয়ে এসে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার একটা সুযোগ দেবে। “