দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পান্থ হনুমার জোড়া শতরানের বদলে জোড়া শতরান ফিরিয়ে দ্বিতীয় অনুশীলন ম্যাচ ড্র করল অস্ট্রেলিয়া এ। গোলাপি বলের লড়াইয়ে নামার আগে দ্বিতীয় অনুশীলন ম্যাচে গোলাপি বলে অস্ট্রেলিয়া এ দলের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। প্রথম ইনিংসে দুদলের কেউই তেমন উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেননি। একদিকে যেমন টসে জিতে প্রথম ব্যাটিং করে গিলের ৪৩, পৃথ্বীর ৪০ এবং বুমরাহের গুরুত্বপূর্ণ ৫৫ রানের ইনিংসের দৌলতে ১৯৪ রানে শেষ হয়ে যায় ভারতীয় দল।তেমনি অন্যপক্ষে ভারতীয় বোলারদের দুরন্ত আক্রমণে ১০৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া এ দল।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পান্থ এবং হনুমান জোড়া শতরানের দৌলতে ৩৮৬ রানের বিশাল পাহাড় খাড়া করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। ফলে ৪৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে প্রথমে মনে হয়েছিল ধ্বসে পড়বে অজি সেনা। শুরুতেই মোহাম্মদ শামি যখন ফিরিয়ে দেন বার্নস এবং মার্কাস হ্যারিসকে তখন মনে হয়েছিল চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়া এ। এর পর মাত্র ১৪ রানের মাথায় সিরাজের বলে দ্রুত ফেরেন ম্যাডিনসনও। কিন্তু অ্যালেক্স ক্যারিকে সাথে নিয়ে লড়াই জারি রাখেন ম্যাকডারমট। সাতটি চারের সাহায্যে ৫৮ রানের ইনিংস উপহার দিয়ে ক্যারি ফিরলেও উইল্ডারমার্থ আজ ছিলেন দুরন্ত ফর্মে।
পান্থ এবং হনুমান জোড়া শতরানের বদলা নিয়েই কেন জোড়া শতরান ফিরিয়ে দেন উইল্ডারমার্থ এবং ম্যাকডারমট। ষোলোটি চারের সাহায্যে ম্যাকডারমট করেন ১০৭ রান এবং অন্যপ্রান্তে বারোটি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো বিধ্বংসী ১১১ রানের ইনিংস খেলেন উইল্ডারমার্থ।বোলারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বুমরাহ একটিও উইকেট তুলে নিতে পারেননি। অন্যদিকে শামির দুটি এবং সিরাজের একটি এবং হনুমান একটি উইকেটের দৌলতে মাত্র ৪ উইকেট হারিয়েই ৩০৭ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া এ। তাদের এই লড়াইয়ের কারণেই শেষ পর্যন্ত ড্র দিয়েই শেষ হয় দ্বিতীয় অনুশীলন ম্যাচ।