দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলে আজ দুর্দান্ত ফর্মে থাকা নর্থইস্টের মুখোমুখি হয়েছিল আচমকা ছন্দ হারানো চেন্নাইয়ান। চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে জামশেদপুরকে হারিয়েছিল চেন্নাইয়ান। কিন্তু তার পর থেকেই নিজেদের ফর্মের ধারে কাছে ছিল না তারা তারা। নিজেদের শেষ ম্যাচ দুটি তাদের হারতে হয়েছে বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসির কাছে। অনিরুদ্ধ থাপা, ইসমার মতো বড় ফুটবলারদের চোট চিন্তায় রেখেছিল তাদের। অপরদিকে শুরুটা একদম স্বপ্নের মতো হয়েছিল নর্থইস্টের। আজ তাদের সেই সুন্দর ফর্মের ধারা বজায় রাখতে মরিয়া ছিল মাচাডো, মিতেইরা।
ম্যাচের প্রথমার্ধতে বলের দখল বেশি ছিল চেন্নাইয়ানের। কিন্তু বেশি বল দখলে রেখেও বেশি কিছু ক্লিয়ারকাট চান্স তৈরি করতে পারেনি তারা। ম্যাচের একদম শুরুতে ছাঙতের বাঁ পায়ের শট বাঁচান নর্থইস্ট গোলরক্ষক গুরমিত। তারপর আরও দু-একটি আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হন চেন্নাইয়ান ফুটবলাররা। তারপর আক্রমণে উঠতে থাকে নর্থইস্টও। কর্নার থেকে অল্পের জন্য গোল করতে ব্যর্থ হন ডিলান ফক্স, বেঞ্জামিন ল্যামবোটরা। এরপর ৩৫ মিনিটে বিশ্রী ট্যাকল করে লাল কার্ড দেখেন লুইস মাচাডো। প্রথমার্ধ শেষ হয় ০-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ, প্রতি-আক্রমণে জমে ওঠে খেলা। আরও বিপজ্জনক দেখাতে থাকে সিলা ও মাচাডোদের। অপরদিকে বারবার নর্থইস্টের ডিফেন্সের পরীক্ষা নিচ্ছিল তরুণ ছাঙতে। ৫৬ মিনিটে সুহেরকে তুলে গত ম্যাচের নায়ক রোচরজেলাকে মাঠে আনেন নাস। ৬৫ মিনিটে তার দুর্দান্ত পাস থেকে গোল করতে ব্যর্থ হন সিলা। ৭৫ মিনিটে চাপ বাড়াতে হাফফিট অনিরুদ্ধ থাপাকে মাঠে আনেন চেন্নাইয়ান কোচ। উত্তেজক ম্যাচে দু পক্ষই বেশ কিছু ফাউল করে বসে। ম্যাচে বলের দখল চেন্নাইয়ানের কাছে বেশি থাকলেও সুযোগ বেশি তৈরি করেছিল নর্থইস্ট। কিন্তু শেষপর্যন্ত কোনওপক্ষই গোল করতে পারেনি। মাঝমাঠে দুর্দান্ত ফুটবল খেলার জন্য ম্যাচের সেরা হল খাসা কামারা।