25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    ঋদ্ধি-পান্থ বিতর্কে কার পাশে দাঁড়ালেন মঞ্জরেকার দেখুন বিস্তারিত!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বাংলার ঋদ্ধিমানের পাশে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সঞ্জায় মঞ্জরেকার। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার মাঠে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। প্রথম প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে পূজারার অর্ধশত রান এবং রাহানের শতরানের সুবাদে ভারতীয় ব্যাটিংকে কিছুটা ছন্দে মনে হলেও দ্বিতীয় ইনিংসে যথেষ্ট সমস্যায় পড়েছিল মেন ইন ব্লু। সেখান থেকে দলকে টেনে তোলেন ঋদ্ধিমান সাহা। তার গুরুত্বপূর্ণ অর্ধশত রানের দৌলতে সেই ম্যাচে সম্মান বাঁচায় টিম ইন্ডিয়া। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে গোলাপি বলে অস্ট্রেলিয়া এ দলের মুখোমুখি হয়েছিল ভারত।

    সেই ম্যাচে অবশ্য তেমন ভাবে রান পাননি ঋদ্ধিমান। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৩ বলে নটি চার এবং ছটি ছয়ের সাহায্যে দুরন্ত শতরান করেন ঋষভ পান্থ।স্বাভাবিকভাবেই তুষে চাপা আগুনের মত আবার সামনে আসে পান্থ না ঋদ্ধি এই জল্পনা। একথা ঠিক যে ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী। ঋদ্ধির তুলনায় আক্রমণের ক্ষমতা যথেষ্ট বেশি রয়েছে তার। এছাড়া বিদেশের মাঠে শত রান করার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। ২০১৮ সাল থেকে ভারতীয় দলে আসার পর এখনো অবধি ১৩ টি টেস্ট ম্যাচ খেলে ৮১৪ রান করেছেন পান্থ।গড় ৪৪.৩৫।রয়েছে দুটি করে অর্ধশতরান এবং শতরান। অন্যদিকে ক্যাচ নিয়েছেন ৫৯ টি এবং স্টাম্পিং করেছেন দুটি।

    অপরপক্ষে জাতীয় দলে ২০১০ সালে অভিষেক হওয়ার পর এখনো অবধি ৩৭ টি টেস্ট ম্যাচে সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান সাহা। ৩০.১৯ গড়ে তার সংগ্রহ ১,০৩৮ রান। শতরান রয়েছে তিনটি এবং অর্ধশতরান রয়েছে পাঁচটি। তবে সবথেকে চোখে পড়ার মতো বিষয় হল এই সংক্ষিপ্ত কেরিয়ারেই তিনি লুফেছেন ৯২ টি ক্যাচ এবং করেছেন ১১ টি স্টাম্পিং। কিপিং গ্লাভস হাতে ঋদ্ধির এই দক্ষতাই আকর্ষিত করেছে মঞ্জেরেকরকে। তিনি বলেন, ” টেস্টে সবসময়ই কিপিং দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত। শুরুতেই একবার স্টিভ স্মিথের ক্যাচ ফেলে দিলে ও ২০০ রান করে দিতে পারে।তাই আমার পছন্দের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাছাড়া অস্ট্রেলিয়ায় জোরে বোলিংয়ের সামনেও একজন ভালো মানের উইকেট কিপার দরকার। সেক্ষেত্রেও এগিয়ে আছেন সাহা।”

    জল্পনার উত্তর অবশ্য পাওয়া যাবে ১৭ ডিসেম্বরেই। কোহলি উইকেটের পিছনে কাকে দাঁড় করান সেদিকে তাকিয়ে থাকবে সকলেই। তবে পান্থ এবং ঋদ্ধি যে আপাতত ইন্ডিয়ান ক্রিকেটের হট টপিক এ নিয়ে কোন সন্দেহ নেই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...