দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জাতীয় হকি প্রশিক্ষণ কেন্দ্রের সময় সীমা শনিবার শেষ হয়ে গেছে। ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ রোজার মেরিজিন বলেন, দলে যথাযথ ফিটনেস দেখা যাচ্ছে।
” আমাদের অন্যতম লক্ষ ছিল ফিটনেসের দিক থেকে দলকে আরো উন্নত করা। সেটা করা সম্ভব হয়েছে। আমরা দৌড়ানোর গতি ও হাতের দক্ষতা যাচাই করতে, গত কয় একটা অনুশীলন আমরা জুনিয়র মেন্স হকি দলের সঙ্গে করেছি। এবং যা ফল পাওয়া গেছে তাতে আমরা খুশি।” বলেন মহিলা হকি দলের কোচ।
যদিও এই বছর ফেব্রুয়ারি মাসের নিউ জিনগল্যান্ড সফরের পর দল কোনো প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলেনি, তবে কোচের বিশ্বাস দল কঠোর পরিশ্রম করছে এবং আসন্ন অলিম্পিক গেমস এ ভালো ফল পাবে।
রোজার মেরিজিন বলেন, “আমরা খুব ভালো ভাবে এই সময়টাকে ব্যাবহার করেছি। আমাদের মূল লক্ষ অলিম্পিক, আমরা চেষ্টা করবো শুরুতেই ভালো ম্যাচ খেলার যাতে বোঝা যায় আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা কতটা তৈরি। সেই ভাবে দুর্বল বিষয়ের ওপর কাজ করতে হবে।”
খেলোয়াড়দের জন্যে ব্র্যাক কতটা প্রয়োজনীয় সেই বিষয়ে রোজার মেরিজিন বলেন, ” ওরা সাড়ে চার মাস পরিবারের থেকে দূরে, কোনো অভিযোগ না করে কঠোর পরিশ্রম করেছে। আমি খুব আপ্লুত ওদের এই মনোভাব দেখে। আমি জানি টানা অনুশীলন করা শারীরিক ও মানসিক ভাবে চ্যালেঞ্জিং। এই বিরতি মেয়েদের মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করবে।”
কোচ বলেন, “আমি চাই মেয়েরা এখন তাদের পরিবারের সঙ্গে সময় কাটায়। কিন্তু হকি ইন্ডিয়ার দ্বারা ধার্য করা নিয়মাবলী মেনে চলতে হবে। এই বিরতিতে তাদের কিছু প্রজেক্ট দেওয়া হয়েছে। যে গুলো তারা বাড়িতেই করবে।”