দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। কিন্তু পরপর চারটি ম্যাচ জিতে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছে তারা। আজকের ম্যাচে জিতে পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে মরিয়া তারা। আজ তাদের মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি। ওয়েন কোলের দল এখনও পুরোপুরি নিজেদের ছন্দ খুঁজে পায়নি। এটিকে মোহনবাগানকে হারিয়ে তার পরের ম্যাচে ছন্নছাড়া ইস্টবেঙ্গলকে ১০ জনে পেয়েও হারাতে ব্যর্থ হয় তাড়া।
আরও পড়ুন:- অবশেষে স্বস্তি, চ্যাম্পিয়নশিপ খেলা নাইজিরিয়ান স্ট্রাইকার এবার ইস্টবেঙ্গলে
[09:15, 14/12/2020] ঋতব্রত: জামশেদপুরের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিথুয়ানিয়ান স্ট্রাইকার নেরিজাস ভালস্কিস। অপরদিকে মুম্বাইয়ের হয়ে গোলের মধ্যে রয়েছেন অ্যাডাম লা ফন্দ্রে। দুই স্ট্রাইকারের লড়াই দেখতে আজ মুখিয়ে ফুটবলভক্তরা। সেই সঙ্গে মোর্তাদা ফল বনাম স্টিফেন এজের মধ্যে কে জ্বলে ওঠেন তা জানতেও আগ্রহী ফুটবলভক্তরা।
• মুম্বই সিটি এফসি :
গোলরক্ষক- অমরিন্দর সিং
রক্ষণ- মহম্মদ রাকিপ, মোর্তাদা ফল, হেরনান সান্টানা, ভিগনেশ দক্ষিণমূর্তি
মাঝমাঠ- আহমেদ জাহৌ, রাওলিন বর্জেস, বিপিন সিং
আক্রমণ- হুগো বওমাস, অ্যাডাম লা ফন্দ্রে
• জামশেদপুর সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক- টি পি রেহনেশ
রক্ষণ- লালদিনলিয়ানা রেন্থলেই, ইজে, পিটার হার্টলি, রিকি
মাঝমাঠ- এইতর মনরোয়, জ্যাকিচন্দ সিং, মোবাসির রহমান, আলেক্স, উইলিয়াম লালনুনফেলা
আক্রমণ- নেরিজাস ভালস্কিস