দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গ্রূপ শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার পর কাল রাতে লিগ ওয়ানের খেলায় নেমেছিল পিএসজি। প্রতিপক্ষ ছিল চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা অলিম্পিক লিয়ন। গত বুধবার ইস্তানবুল বাসেখসাহির-কে ৫-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল পিএসজি। তাই তরুণ প্রতিভাবান ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমব্যাপে-কে বেঞ্চে রেখেই খেলতে নেমেছিল তারা। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা লিয়নের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ ফলে ম্যাচ হারতে হয় তাদের। গোদের ওপর বিষফোঁড়া হয়ে ওঠে নেইমারের চোট। ম্যাচের শেষ দিকে গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে চোখের জলে মাঠ ছাড়েন নেইমার।
আরও পড়ুন:- ফিফার বর্ষসেরা খেতাবের দৌড়ে মেসি-রোনাল্ডো, জেনে নিন কার জয়ের সুযোগ বেশি
ম্যাচটা নেইমারের খুব ভালো যায়নি। একটি হলুদ কার্ডও দেখেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করার পর এই ম্যাচেও দলকে জেতাতে মরিয়া ছিলেন নেইমার। কিন্তু অনেক চেষ্টা করেও গোল পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ লগ্নে তার ওপর বিশ্রী ট্যাকেল করেন লিয়নের থিয়াগো মেন্ডেস। মাটিতে শুয়ে যন্ত্রনায় কেঁদে ফেলেন নেইমার। ভার রিভিউয়ের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন থিয়াগো, কিন্তু ততক্ষণে পিএসজির যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে।
এই ঘটনা চিন্তার ভাঁজ বাড়িয়েছে পিএসজি টমাস টুচেলের কপালে। ম্যাচ শেষে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন তার দলের সবচেয়ে মারাত্মক অস্ত্র। এখনও অবধি আশঙ্কা করা হচ্ছে গোড়ালি ভেঙেছে নেইমারের। কতদিন পরে তিনি মাঠে ফিরবেন তা স্পষ্ট নয়। চোট বেশি গুরুতর হলে ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাকে হয়তো পাবে না পিএসজি। এদিকে লিগেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই অবস্থায় নেইমারকে হারিয়ে পুরোপুরি বেকায়দায় এমব্যাপে, দি মারিয়া-রা।