দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃপিঙ্ক বল টেস্টের আগে অস্ট্রেলিয়া টেস্ট দলে যোগ দিলেন নতুন সদস্য। এমনিতেই চোট-আঘাতের কারণে জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। একদিকে যেমন চোটের কবলে পড়েছেন ওয়ার্নার। তেমনি কনকাশন বিধির কারণে মাথায় বল লাগার পর বেরিয়ে যেতে হয়েছে ক্যামেরন গ্রিন,হ্যারি কনওয়েরাও।ইতিমধ্যেই তাই জলের মধ্যে যথেষ্ট আশঙ্কার মেঘ দানা বাধতে শুরু করেছে টেস্ট সিরিজ নিয়ে।
দলে নিয়ে আসা হয়েছে তরুণ প্রতিভা মার্কাস হ্যারিসকে। এবার ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে ভালো ফর্মে থাকার কারণে অনরিকেসকেও টেস্ট দলে অন্তর্ভুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সাম্প্রতিক চোটের কারণে দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও শন অ্যাবোর্টকেও বক্সিং ডে টেস্ট অবধি দলে পাবেনা অস্ট্রেলিয়া। গত চার বছর ধরে অস্ট্রেলিয়ার হেলাল বলে প্রতিনিধিত্ব করেননি মোজেস অনরিকেস। শেষবার তিনি টেস্ট খেলেছেন শ্রীলঙ্কায়। এখনো পর্যন্ত দেশের হয়ে মাত্র চারটি টেস্টেই প্রতিনিধিত্ব করেছেন অনরিকেস। রয়েছে দুটি অর্ধশতরান এবং তুলে নিয়েছেন দুটি উইকেট।


টেস্ট ক্রিকেটে তেমন একটা প্রভাব ফেলতে না পারার কারণে ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ান টেস্ট দলে সুযোগ পাননি তিনি। তবে এবার তার কাছে রয়েছে একটি দারুন সুযোগ। তবে গত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। এছাড়া ব্যাট হাতেও দুরন্ত ৩০ রান করেন তিনি। যদিও সাদা বল এবং লাল বলের লড়াই তবুও সম্পূর্ণ আলাদা সাম্প্রতিক ফর্মের ভিত্তিতেই যে তার উপর ভরসা রাখতে অস্ট্রেলিয়া এ নিয়ে কোন সন্দেহ নেই। এখন আসন্ন টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে কতটা প্রভাব ফেলতে পারেন তিনি সে দিকেই নজর থাকবে সকলের।