দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামী ১৭ তারিখ শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।গোলাপি বলের ঐতিহাসিক ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে দুই তরফেই ক্রীড়া বিশেষজ্ঞদের নানান বয়ান আসছে। একদিকে যেমন কোহলির ভারতে ফেরা নিয়ে এখনো যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। তেমনি অন্যদিকে নতুন নেতৃত্ব রাহানের ওপরেও যথেষ্ট চাপ থাকবে বলেই মনে করছেন অনেকে। আবার অনেক ক্রীড়া বিশেষজ্ঞ এও বলছেন যে রাহানের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তিনি কোনো এক দিনের নেতা নন। আইপিএলে রাজস্থানকে নেতৃত্বদান তো বটেই এছাড়া সময়ে সময়ে ঘরোয়া ক্রিকেটে রাজ্যদলেও নেতৃত্ব দিয়েছেন অজিঙ্কা রাহানে।
তাই অধিনায়কত্বের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। তবে একথা মানতেই হবে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেওয়া সহজ কথা নয়। তাও সিরিজ যখন অস্ট্রেলিয়ারই ঘরের মাঠে। এই কথা মাথায় রেখেই এদিন মুখ খোলেন প্রাক্তন কেকেআর কোচ তথা অস্ট্রেলিয়ান কোচ জন বুকানান।তিনি বলেন,”আমি তো বলব ব্যাটসম্যানের থেকেও নেতা কোহলির অভাব মেটানো অনেক বেশি কঠিন। অধিনায়ক কোহলিকে নিয়ে কয়েকটি কথা বলতে চাই। ও এমন একজন অধিনায়ক যে দলকে সব সময় প্রেরণা জোগায়, সতীর্থদের মন্ত্রণা দেয়,নির্দেশ দেয় — যে দলের বিরুদ্ধেই খেলোনা কেন, এক পা পিছু হটবে না। এই মনোভাবের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে দেখেছিলাম। কলি চলে গেলে ভারতের অধিনায়ক সম্ভবত অজিঙ্কা রাহানে হবে। তবে যেই হোক না কেন কোহলির ঝাঁঝটা মাঠ এবং মাঠের বাইরে আনতে পারবে না। আমার কাছে নেতা কোহলির কোন বিকল্প নেই।”
তবে রাহানে দেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন দুটি ম্যাচে। সেই দুটি ম্যাচই জিতেছে ভারত। প্রথমবার অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়বার আফগানিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। সুনীল গাভাস্কারের মত প্রাক্তন ভারতীয় ওপেনার তথা ক্রীড়া বিশ্লেষকের কাছে এই জয়ের মূল্য অনেকটাই। তার মতে এই জয় আরও আত্মবিশ্বাসী করবে রাহানেকে।
তিনি বলেন,”রাহানের উপর সেই অর্থে কোনো চাপ নেই। কারণ আগে নেতা হিসেবে দুটো টেস্টেই ও জিতেছে। ধর্মশালায় ওর নেতৃত্বেই অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল ভারতীয় দল।আফগানিস্তানের বিরুদ্ধেও এসেছিল জয়। তাই নেতৃত্ব ওর ওপর কোনো চাপ তৈরি করবে বলে মনে করি না। আরো নিজেও জানে আগামী তিন টেস্টে অস্থায়ীভাবে অধিনায়কত্ব করার কথা। মনে হয় না অধিনায়ক হওয়া বা অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার কথা ওর মাথায় আছে বলে। ওজি সততার সঙ্গে খেলে, ঠিক সেভাবেই এই দায়িত্ব পালন করবে।”
গাভাস্কারের মতে ভারতে স্ট্র্যাটেজি হবে পূজারার মাধ্যমে অস্ট্রেলিয়াকে আরো বেশি ক্লান্ত করার চেষ্টা করা। তবে অবশ্যই তাকে ক্লান্ত করার সাথে সাথে বেশ কিছু শট খেলতে হবে এবং রানরেটের দিকেও নজর রাখতে হবে।