দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টেনিস যদি তার রানী বেছে নেয় স্টেফি গ্রাফ বা সেরেনা উইলিয়ামসকে তাহলে রাজা যে রাফায়েল নাদাল এ বোধহয় সন্দেহ নেই।ইতিমধ্যেই ২০টা গ্রান্ড স্লাম জিতে নিয়ে রজার ফেদেরারের সবচেয়ে বেশি গ্রান্ড স্লাম বিজয়ের রেকর্ড ছুয়ে ফেলেছেন তিনি। এছাড়া এখনো অবধি তেরোটা ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। যা এখনো পর্যন্ত বিশ্ব রেকর্ড।
যদিও সাম্প্রতিক অতীতে জোকোভিচের কাছে হারের কারণে রেকর্ড থেকে এখনো একটু দূরে নাদাল।এছাড়া চোট আঘাতেও বেশ ভুগতে তাকে।অস্ট্রেলিয়ান ওপেনের সময়ও চোটের কারণে যথেষ্ট কষ্ট পেয়েছেন তিনি।কিন্তু এটা একজন খেলোয়াড়ের জীবন চোট আঘাতে পিছিয়ে পড়ার পর আবার দ্বিগুণ গতিতে ক্যামব্যাক করতে হয় তাকে।এভাবেই জীবনের সাথে একের পর এক সংঘর্ষ করেই তাকে জিতে নেয় একের পর এক খেতাব।
তাই সাম্প্রতিক অতীতের পরাজয়ের কথা ভুলে নাদালও চান প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে নিতে। সেই ছবিই দেখা গেল তার সোশ্যাল মিডিয়া পেজে। স্ত্রী মারিয়া ফ্রানসিসকা পিরেল্লো ও পরিবারের সাথে আপাতত তিনি রয়েছেন ম্যালোর্কায় শান্ত সমুদ্রতীরে প্রকৃতির কোলে। সোশ্যাল মিডিয়ায় এই সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন,”ম্যালোর্কা এমন এক জায়গা, যেখানে আপনি খেলতেও পারবেন আবার শীতের মনোরম প্রকৃতিকে উপভোগও করতে পারবেন। এই উইকএন্ডে আমিও পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটালাম।”
https://m.facebook.com/story.php?story_fbid=10158704168641026&id=64822581025&sfnsn=wiwspmo
স্যোশাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ভাইরাল হতে একেবারেই বেশি সময় নেয়নি এই সুন্দর ছবিটি। ভক্তদের শুভেচ্ছাবার্তায় মুহূর্তেই ভরে গেছে ফেসবুকের কমেন্টবক্স।