দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালা এফসি-কে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল মহামেডান। সোমবার কল্যাণী স্টেডিয়ামে তীর্থঙ্কর সরকারের পেনাল্টি থেকে একমাত্র গোলে কেরালার ক্লাবটিকে
হারায় ব্ল্যাক প্যান্থার্সরা।
আরও পড়ুন-
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বেশি ছিল সাদা কালো শিবিরের। ৮ মিনিটে ফিলিপ আদেজা-কে বক্সের ভেতরে ফাউল করে গোকুলাম ডিফেন্ডার। ফলে পেনাল্টি পায় মহামেডান। তীর্থঙ্কর পেনাল্টিটি গোলে পরিণত করতে কোনও ভুল করেননি। টপ কর্ণারে মারা ওই পেনাল্টিটি বাঁচানোর কোনও সুযোগই ছিল না গোকুলাম গোলরক্ষক উবেদের কাছে। এরপর দুই পক্ষই প্রচুর সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারেনি।
প্রথমার্ধে এরপর দুই দলই বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেন। গোকুলামের দুই স্ট্রাইকার ডেনিস আঁটোই এবং শিবিল মহম্মদ বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর, কিন্তু কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে লড়াইটা হয়ে দাঁড়ায় উবেদের সাথে মহামেডান স্ট্রাইকারদের। কিন্তু উবেদকে আর পরাস্ত করা যায়নি। কিন্তু গত ম্যাচে ৭ গোল করা গোকুলামকে একেবারেই ম্যাচে ফিরতে দেয়নি মহামেডান ডিফেন্স। বুধবার যুবভারতিতে সেমি ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। সেই ম্যাচে জিতে ১২৩ তম আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছতে মরিয়া জোসে হাভিয়ার ছেলেরা।