দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃবঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মেজাজ হারালেন ঢাকা দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দুবার তার সতীর্থ নাসুম আহমেদের দিকে এদিন হাত তোলার ভঙ্গি করতে দেখা যায় তাকে। প্রথমবার দ্বিতীয় ইনিংসের ১৩ তম ওভারে বল সার্কেলের ভিতরে ঠেলে দিয়ে রান নিতে ছুটে যান আফিফ। বলের পিছনে তাড়া করছিলেন নাসুম এবং রহিম। এরপরই মুশফিককে মেজাজ হারাতে দেখা যায়। বল ধরার পরেই তিনি মারের ভঙ্গি করেন নাসুমের দিকে।
এর পরেই তাকে উইকেটের পিছনে ফিল্ডিং করতে পাঠানোর জন্য ইশারা করেন মুশফিক। কিন্তু ১৭ তম ওভারে আফিফ হোসেন পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগের দিকে। সেখানে ফিল্ডার ছিলেন ওই নাসুম আহমেদ। ক্যাচ ধরতে ছুটে যান রহিম নাসুম। বলটি ধরতে প্রথমে কিন্তু দুজনেই এগুলেও হঠাৎ মুশফিককে দেখে থেমে যান নাসুম। এরপর ক্যাচটি ধরার পরে আবার নাসুমের দিকে আবারো একই রকম ভঙ্গি করেন রহিম।এই নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উত্তেজনা দেখা যায় এদিন।
যদিও এ নিয়ে বেশি মুখ খুলতে চাননি নাসিম আহমেদ। বরং পার্ট অফ দ্য গেম বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, “ম্যাচে কিছুই হয়নি, আমরা খেলেছি জিতেছি, এর বাইরে যেটা হয়েছে সেটা ম্যাচের মধ্যে রাগের মাথায় হতেই পারে।” ম্যাচের দায়িত্বরত এক কর্মকর্তা জানান এ নিয়ে আম্পায়াররা কোন রিপোর্ট করেননি। তবে আম্পায়াররা রিপোর্ট করলে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হতে পারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে।