25 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    আসন্ন ইংল্যান্ড সফরে কেন ব্রাত্য মুম্বাই-কলকাতা? করোনা বিধির ফায়দা তুলে চলছে সূক্ষ্ম রাজনীতি! উঠছে প্রশ্ন!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআগামী ইংল্যান্ড সফরে ব্রাত্য কলকাতা-মুম্বাই। এই নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট শোরগোল উঠেছে ক্রিকেট মহলের অন্দরে। ঘটনাটি হল মাত্র কয়েকদিন আগেই ইংল্যান্ডের আগামী ভারত সফরের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আর এই সফরে সাতটি ম্যাচ পেয়েছে আমেদাবাদ। তৃতীয় এবং চতুর্থ টেস্ট দুটি যেমন অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে তেমনই পাঁচটি টি-টোয়েন্টিও হবে এই একই স্টেডিয়ামে।অন্যদিকে চেন্নাই টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ইংল্যান্ডের ভারত যাত্রা।আবার ওয়ানডে সিরিজের তিনটি হবে পুনে স্টেডিয়ামে।

    এরপরই যথেষ্ট শোরগোল দেখা দিয়েছে রাজ্য অ্যাসোসিয়েশনগুলির মধ্যে। অনেক রাজ্য অ্যাসোসিয়েশনই যে এই সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ তা জানাতে ভোলেননি তারা। বিশেষত কলকাতা এবং মুম্বাইতে একটিও ম্যাচ না থাকায় যথেষ্ট ক্ষুব্ধ সংশ্লিষ্ট বোর্ড কর্তারা। গত ২৮ সেপ্টেম্বর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ইঙ্গিত দিয়েছিলেন ইংল্যান্ড সিরিজে ম্যাচ পাবে কলকাতা এবং মুম্বাই। কিন্তু তারপরেও ম্যাচ না পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এনিয়ে সৌরভের কাছে প্রশ্নও তুলেছেন বলে সূত্রের খবর। এছাড়া এক বিবৃতিতে তিনি এও জানিয়েছেন যে সিএবি আশা করেছিল ইংল্যান্ড সিরিজের ম্যাচ তারা পাবে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে সৌরভের সাথে কথা হয়েছে অভিষেকের এবং তিনি জানিয়েছেন মূলত করণা প্যানডেমিকের কারণেই এই ধরনের সিদ্ধান্ত। দেশের অনেকগুলি স্টেডিয়ামে বায়ো বাবেল গঠন করা এবং কোভিড বিধি মেনে ম্যাচ করানোর সত্যিই অসম্ভব। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরে কলকাতা অবশ্যই ম্যাচ পাবে।

    অবশ্য কলকাতা কিছুটা সৌহার্দ্য বজায় রাখলেও মুম্বাইয়ের আক্রমণ আরো তীব্র। অনেকেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের মধ্যে রাজনীতির গন্ধ দেখেছন।মুম্বাই এক্সিকিউটিভ কমিটির এক সদস্য ক্রিকেট সংস্থার কাছে চিঠি লিখে জানান, মুম্বাইতে দেশের সেরা হোটেলগুলি রয়েছে। তিনটে স্টেডিয়ামও রয়েছে অন্যদিকে তাদের ব্যবস্থায় দেশের সেরা। শুধু তাই নয় হালফিলে করোনা প্রকোপ থেকেও যথেষ্ট ভালো প্রত্যাবর্তন করছে মুম্বাই। চিঠিতে দিনে লেখা হয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই মুম্বাইকে ম্যাচ দেবার কথা বলেছিলেন তাহলে কেন হঠাৎ মুম্বাইকে ব্রাত্য করা হলো। তবে কি সচিব জয় শাহের দাক্ষিণ্যেই সাতটি ম্যাচ পেল আমেদাবাদ। অন্যদিকে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান রুপা মেরিয়াপ্পান শ্রীনিবাসনের মেয়ে তাই কি তাদের তরফে এই দাক্ষিণ্য।

    এ নিয়ে আরও বলা হচ্ছে যে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখন টাকার প্রয়োজন। তাদের দুটি বড় পেমেন্ট করতে হবে যার মধ্যে একটা গাহুঞ্জে স্টেডিয়াম নির্মাণের কারণে। ইংল্যান্ড সিরিজের তিনটি ম্যাচ পাওয়া মানে ইন স্টেডিয়াম বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ আসবে। তাছাড়া বোর্ড তরফেও এক কোটি করে টাকা পাবে আয়োজক সংস্থা। গুজরাট এবং আমেদাবাদকে ম্যাচ দেবার কারণ হিসেবে অনেকেই বোর্ডের ভোটাভুটির দিকটি সামনে এনেছেন। তাদের মতে বার্ষিক সভায় যদি ভোটাভুটির দরকার পরে তাহলে এমসিএর সমর্থন বর্তমান প্রশাসনের দিকেই থাকবে আর সেই কারণেই এই সিদ্ধান্ত।

    সব মিলিয়ে ক্রিকেটের মক্কা ইডেন গার্ডেন এবং ওয়াঙ্খেডে বাদ পড়ায় বোর্ড কর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হলেও রাজনীতির থেকে ওইখানে বড় প্রশ্ন কোভিড বিধি নিয়ে। মনে রাখতে হবে মুম্বাই ভালো করলেও বর্তমানে সেখানে করণা আক্রান্তের সংখ্যা অনেকটাই। তাছাড়া কোভিড নিয়ম বিধির কারণে ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে ম্যাচ করানো যথেষ্ট অসুবিধাজনক। সেই কারণেই বিসিসিআই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে। অন্তত এমনটাই এখনো পর্যন্ত সামনে আসা খবর। ক্রীড়া সূচি ঘোষণা করার দিনও বিসিসিআই জানিয়েছিল একই কথা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...