দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে হট টপিক একটাইঃ ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ইতিমধ্যেই সমস্ত বিশ্লেষক তথা প্রাক্তন ক্রিকেটাররা মতামত দিতে শুরু করেছেন আসন্ন এই সিরিজ নিয়ে। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে চলেছে ১৭ তারিখ অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট দিয়ে। গোলাপি বলের টেস্টের আগে দুটি অনুশীলন ম্যাচ মোটামুটি সামলেছে ভারতীয় ব্যাটিং। ফর্মে ফিরতে দেখা গেছে রাহানে, পুজারা, হনুমা এবং পান্থকে। ভারতীয় বোলিংও মোটামুটি তৈরি বলেই মনে হচ্ছে। তবে অবশ্যই প্রথম ম্যাচের পর বিরাট কোহলির না থাকা যথেষ্ট প্রভাব ফেলবে এই সিরিজের। অন্যদিকে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না রোহিত শর্মাও।আসন্ন সিরিজের আগে এই সমস্ত বিষয় নিয়েই মুখ খুললেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে এক দশকেরও বেশি সময় সারা বিশ্বের কাছে ত্রাস ছিলেন এই লেগ স্পিনার। দেশ এবং দেশের বাইরে অস্ট্রেলিয়ার বহু জয় সরাসরি বড় ভূমিকা রয়েছে তার।
আসন্ন টেস্ট সিরিজ নিয়ে স্পোর্টস তককে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, “ভারতের জোরে বোলিং লাইনআপ যথেষ্ট ভালো। বুমরাহ,শামি এবং সাইনি সম্ভবত তিনিই হয়তো তৃতীয় ফাস্ট বোলার হবেন এই দলে। তিনজনেই ভীষণ ভালো। অন্যদিকে অস্ট্রেলিয়ার কুইকসরাও যথেষ্ট ভাল নিজেদের মাঠে। থাকছেন হেজেলউড, স্টার্ক এবং কামিন্স। তাই আসন্ন সিরিজ দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। যদিও আমার মস্তিষ্ক বলছে ভারত কিন্তু হৃদয় বলছে অস্ট্রেলিয়া। তবে বিরাট কোহলি না থাকার কারণে আমার মনে হয়, অস্ট্রেলিয়া এই সিরিজ ২-১ এ জিতবে।”
বিরাট কোহলি না থাকা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন,”এটা দুর্ভাগ্যজনক যে ওকে ফিরে যেতে হচ্ছে। ওর মত একজন ব্যাটসম্যান যিনি সারা বিশ্বে এই মুহূর্তে সম্ভবত সবথেকে ভালো এবং যিনি টেস্ট ক্রিকেটকে এতটা গুরুত্বপূর্ণ মনে করেন। তা না থাকা অবশ্যই প্রভাব ফেলবে। তবে প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার সময় নিশ্চয় ওর পাশে থাকা উচিত। আমার মনে হয় এটা একটা বড় সুযোগ অন্যান্য ভারতীয় ব্যাটসম্যানদের কাছে।তাদেরকে এই সুযোগ কাজে লাগিয়ে স্টেপ আপ করতে হবে।”
চোটের কারণে সাদা বল সিরিজে অংশ নিতে পারেননি রোহিত শর্মা।এই মুহূর্তে কোয়ারেন্টাইন এর কারণে প্রথম দুই টেস্ট খেলতে পারবেন না তিনি।তাকে ভারত পাবে তৃতীয় টেস্টে। এপ্রসঙ্গে এদিন ওয়ার্ন বলেন,”রোহিত একজন বিশ্বসেরা ব্যাটসম্যান। সাদা বলের সিরিজে ওর না থাকা নিশ্চয়ই মিস করেছি। তবে শেষ দুই টেস্টে তাকে দেখতে পাবো। আশা করি ও খুব ভালো পারফর্ম করবে।”