দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মঙ্গলবার হিরো ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল। টানা তিনটি ম্যাচ জেতার পর গত ম্যাচে ভাগ্যবিমুখ হওয়া সত্ত্বেও জামশেদপুরের বিরুদ্ধে ড্র করে মাঠ ছেড়েছিলো রবি ফাওলারের দল। এবার টুর্নামেন্টে টিকে থাকতে নিজেদের প্রথম জয় তুলে নিতে মরিয়া লাল-হলুদ শিবির। কিন্তু তাদের কাজটা সহজ হবে না। কারণ তাদের সামনে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।
চলতি টুর্নামেন্টে হায়দরাবাদ এখনও কোনও ম্যাচ হারেনি। শক্তিশালী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাত্র দুই বিদেশি নিয়ে পিছিয়ে পরেও যেরকম দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করে ড্র করেছিল তারা, সেই থেকেই স্পষ্ট তাদের ক্ষমতা। হায়দরাবাদ যে কাল এই ম্যাচ জিতে লিগ তালিকার প্রথম চার দলের অন্যতম হতে চাইবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
• এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
দেবজিৎ মজুমদার
রক্ষণ-
স্কট নেভিল, শেহনাজ সিং, মহম্মদ ইরশাদ
মাঝমাঠ-
সুরচন্দ্র সিং, ম্যাটি স্টেইনম্যান, ওয়াহেংবাম লুয়াং, নারায়ণ দাস, জ্যাকুয়াস ম্যাঘোমা, অ্যান্টনি পিলকিংটন
আক্রমণ-
জেজে লালপেখলুয়া
• হায়দরাবাদ এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
সুব্রত পাল
রক্ষণ-
আশিস রাই, চিংগলনসানা সিং, ওদেই ওনাইন্ডিয়া, আকাশ মিশ্র
মাঝমাঠ-
জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, নিখিল পূজারি, লিস্টন কোলাসো, হালিচরণ নার্জারি
আক্রমণ-
আরিদানে সান্টানা