দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ “খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধু”- নিজের সোশ্যাল মিডিয়ায় মেসিকে বার্তা দিলেন নেইমার। সাথে পোস্ট করলেন দুজনের একসাথে বার্সায় খেলার সময় একটি পুরস্কার বিতরণী মঞ্চে একে অপরকে জড়িয়ে ধরার ছবি। চার বছর আগে বার্সা ছেড়েছিলেন নেইমার। তারপর থেকে প্যারিসের ক্লাবে তার সময়টা খবু খারাপ কাটেনি। একাধিকবার চোট পেয়েছেন। কিন্ত টানা তিনটি লিগ সহ প্রচুর ঘরোয়া প্রতিযোগিতা জিতেছেন। ফরাসি ক্লাবের ইতিহাসে প্রথমবারের জন্য তাদের তুলেছিলেনচ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। রয়েছে অনেক উজ্জ্বল মুহূর্ত।
অপরদিকে তিনি বার্সা ছাড়ার পর মেসির সময়টা খুব একটা ভালো যায়নি। লা লিগায় বার্সার আধিপত্য কমেছে। দেশের জার্সি গায়েও বলার মতো কিছু করতে পারেননি মেসি। সেই অবস্থায় একবার নয়, মাসে দুবার একে অপরের মুখোমুখি হতে চলেছেন মেসি এবং নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের খেলায় মার্চ মাসের মাঝামাঝি একে অপরের বিরুদ্ধে খেলার পর দেশের জার্সি গায়ে ৩১ শে মার্চ ফের একে অপরের মুখোমুখি হতে চলেছেন মেসি-নেইমার। এক মাসে দুবার দুই সুপার স্টারকে একে অপরের বিরুদ্ধে নামতে দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা।
এই মুহূর্তে লিগের খেলায় গুরুতর চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন নেইমার। তিনি কবে মাঠে ফিরবেন তা এখনও জানা যায়নি। ফুটবল ভক্তরা আশা করছেন দ্রুত মাঠে ফিরে আসুক তিনি। না হলে আর্জেন্টাইন কিংবদন্তি বনাম ব্রাজিলিয়ান সুপারস্টারের মাঠের লড়াই থেকে যে বঞ্চিত হতে হবে তাদের।
একই মাসে দুই বার মুখোমুখি মেসি-নেইমার, “আবার দেখা হচ্ছে”, মেসিকে বার্তা নেইমারের

