দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি বছরে ফ্রেঞ্চ ফুটবল অন্যান্য বছরগুলির মতো বর্ষসেরা ফুটবলারকে ব্যালন ডি-অর দেওয়া হয়নি। বদলে প্রকাশ করা হয়েছে সর্বকালের সেরা একাদশ। দীর্ঘদিন থেকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন, ব্যালন ডি’অরের স্বপ্নের সেরা একাদশ নিয়ে কাজ করে আসছে। কয়েক ধাপে ও পজিশন নিয়ে একাদশ সাজানোর পর অবশেষে গতকাল অনলাইন পোলের মাধ্যমে সেরা দল গঠন করে তা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল। ৩-৪-৩ ফরম্যাশনের এই দল নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হতেই পারে। কেননা যেখানে আলফ্রেদো দি স্তেফানো, ইয়োহান ক্রুয়েফ, জিনেদিন জিদানের মতো অসংখ্য তারকারা বাদ পড়েছেন।
এই দলে গোলরক্ষক হিসেবে জায়াগা করে নিয়েছেন সোভিয়েত ইউনিয়নের সাবেক রাশিয়ান কিংবদন্তি লেভ ইয়াশিন। ১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৪টি ম্যাচ খেলা এই তারকা একমাত্র গোলরক্ষক হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। তিন ডিফেন্ডার হিসেবে রক্ষণে রয়েছেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ব্রাজিলিয়ান ফুল-ব্যাক কাফু ও ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি।
আরও পড়ুন:- আজ হ্যালওয়ে কে কি মাঠে নামাবেন ফাওলার?
বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ সেরা মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন। স্প্যানিশ এই তারকা একটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া বার্সার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ সহ প্রচুর ট্রফি জিতেছেন।রক্ষণাত্মক মিডফিল্ডার হিসাবে জাভির পাশে জায়গা করে নিয়েছেন জার্মানির লোথার ম্যাথেওজ। এদের সামনে আক্রমণাত্মক মিডফিল্ডে রয়েছেন সর্বকালের সেরা দুই ফুটবল মহাতারকা পেলে ও মারাডোনা। কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন। আর সদ্যই পরলোক গমন করা মারাডোনা প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জেতেন।
এছাড়া আক্রমণভাগে রয়েছেন আধুনিক ফুটবলের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। মেসি ও রোনালদোর সাথে সেন্টার ফরোয়ার্ড হিসাবে স্থান পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো দ্য লিমা। লেফট উইংয়ে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রাইট উইংয়ে মেসি। দল নিয়ে বিতর্ক থাকবেই কারণ দুই শতাব্দী প্রাচীন একটি খেলায় এত খেলোয়াড়রের মধ্যে থেকে সর্বকালের সেরাদের বেছে নেওয়া একপ্রকার অসম্ভব। তা সত্ত্বেও এই দল সন্তুষ্ট করেছে অনেক ভক্তদেরই।