দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার স্পোর্টস স্কাইডাইভিং-এর আসর বসতে চলেছে হিমালয়ের বুকে। কাঞ্চনজঙ্ঘা স্কাইডাইভিং ইভেন্ট শিরোনামে এই এডভেঞ্চার স্পোর্টসকে তুলে আনছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, দার্জিলিং। এর সঙ্গে যৌথ ভাবে আছে পেলিং ডেভেলপমেন্ট বোর্ড ও সিকিম টুরিজম ডিপার্টমেন্ট। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের বুক থেকে এবার মানুষ ডানা মেলবে সরাসরি আকাশের বুকে।
এটির সূচনা ঘোষণা হয়েছিল গতবছর যার স্বীকৃতি মিলল এই বছরে। ক্যাপ্টেন জয় কিষেণের নেতৃত্বে এই প্রকল্পটিকে গড়ে তুলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট। ৭৭৫০ এএমএসএল উচ্চতা থেকে আজই আকাশের বুকে ডানা মেলল প্যারাগ্লাইডার শ্রী নিম শেরিং লেপচা। এই উড়ানের শেরিংকে সমস্ত প্রযুক্তিগত সহায়তা করেছে এডভেঞ্চার ৩৬৫ সংস্থার এস এইচ রাম ভাণ্ডারি।
আরো পড়ুনঃ
স্কাইডাইভিং-এর এই সূচনা আসলে ২০২০-২১ জাতীয় যুবমেলাকে উদ্দেশ্য করেই গড়ে তোলা হল। এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক অনুমতিও মিলেছে। পশ্চিম সিকিমের এইচএমআই এর বেস ক্যাম্প যা নাকি ১৪০০০ হাজার ফিটে অবস্থিত সেখান থেকেই এই উড়ানের ব্যবস্থা করা হবে। স্কাইডাইভিং এর জন্য নভেম্বরের মাঝ থেকে ডিসেম্বর শেষ অবধি সময়ক্ষণ ঠিক করা হয়েছে।
এডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যখন এড্রিনালিনের শিহরণ জড়িয়ে তেমনি বিপদের আশঙ্কাও সেখানে অনেক। তাই নির্ধারিত বিমা প্রকল্পও নিরুপণ করা হচ্ছে এই বিষয়ে। সেফ ল্যান্ডিং-এর জন্য নির্দিষ্ট জায়গা নির্বাচন ও চলছে। এছাড়া আবওহাওয়া, হাওয়ার গতিবেগ এখানে একটি চূড়ান্ত বিষয়। বিপন্মুক্ত ট্রায়ালের পর ক্যাপ্টেন জয় কিষেণ বলেছেন যে এরোস্পেস স্পোর্টসে কাঞ্চনজঙ্ঘার নামও জুড়ে গেল। এবার দেখার অপেক্ষা তা সাধারণের জন্য কবে থেকে খুলে যাচ্ছে।