দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল আইএসএলে আশা জাগিয়েও জিততে পারেনি এসসি ইস্টবেঙ্গল। আজ মাঠে নামছে বাংলার আর এক দল এটিকে মোহনবাগান। চলতি আইএসএলের শুরুটা দুর্দান্ত হয়েছিল তাদের। কিন্তু জয়ের হ্যাটট্রিক দিয়ে অভিযান শুরু করা এটিকে মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে হেরে এবং হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করে গত দুই ম্যাচে কিছুটা থমকে গিয়েছে। অন্যদিকে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা এফসি গোয়া কলকাতার ক্লাবকে হারিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছতে মরিয়া। বুধবার দুই দলই প্রাথমিকভাবে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
গত ম্যাচে মরিয়া লড়াই করেও জয় আসেনি, কিন্তু সেই কারণে এখনই হয়তো নিজের স্ট্রাটেজি থেকে সরে আসবেন না হাবাস। গত ম্যাচে ৪ জনের ডিফেন্স নিয়ে নেমেছিল এটিকে মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধেও ৪-৪-২ ছকে দল সাজাতে পারেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস। চোট সারিয়ে দলে ফিরতে পারেন তিরি। অপরদিকে এটিকে মোহনবাগনের বিরুদ্ধে ৪-১-৪-১ ছকেই নামতে চলেছে গোয়া। গত ম্যাচে ডিফেন্সিভ ওড়িশা এফসির বিরুদ্ধে এই ছকেই বাজিমাত করেছিল তারা। এটিকে মোহনবাগানের মতো ডিফেন্সিভ দলের বিরুদ্ধেও এই ফর্মেশন সাফল্য এনে দেবে বলে আশাবাদী কোচ জুয়ান ফার্নান্দো।
• এটিকে মোহনবাগান সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অরিন্দম ভট্টাচার্য্য
রক্ষণ-
প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস
মাঝমাঠ-
প্রবীর দাস, জয়েস রানে, এডু গার্সিয়া, ব্র্যাড ইন্মান
আক্রমণ-
মনবীর সিং, রয় কৃষ্ণা।
• এফসি গোয়া সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
মহম্মদ নওয়াজ
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, অভিনব, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর অ্যাঙ্গালু