দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ডেভিড ওয়ার্নার না থাকায় ইতিমধ্যেই অনভিজ্ঞ ওপেনিং পার্টনারশিপ নিয়ে যথেষ্ট চিন্তার মেঘ রয়েছে অজি শিবিরে। ওয়ার্নার না থাকায় অধিনায়ক টিম পেইনকে খুঁজে বের করতে হবে এক নতুন ওপেনিং যুগলবন্দী। বিশেষত গোলাপি বলের ক্ষেত্রে নতুন বলকে পুরনো করার প্রয়োজন অত্যন্ত বেশি। আর সেই কারণে ওপেনারদের ভূমিকা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এবার এই সমস্যার সমাধানে ইঙ্গিতবহ মন্তব্য এল টিম পেইনের কাছ থেকে। অস্ট্রেলিয়ান অধিনায়ক জানান,”দলের অনেকেই ওপেনিং করতে রাজি। জোয়ের সাথে কথা বলে দেখেছি। ও একটু আত্মবিশ্বাসের অভাব বোধ করছে। তবে ও তাকিয়ে আছে এই টেস্টের দিকে। সাম্প্রতিক অতীতে রান হয়তো সেভাবে পায়নি কিন্তু যদি ওর যোগদানের কথা বলেন তাহলে তা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ।টেস্টে ওর ব্যাটিং গড় চল্লিশের ঠিক ওপরেই। “
পেইন আশা করছেন স্টিভ স্মিথ অবশ্যই সুস্থ হয়ে কাল ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন। অন্যদিকে তিনি আজ এও ইঙ্গিত দেন যে জো বার্নসের ওপেনিং সতীর্থ হিসেবে তার বেশ পছন্দ ম্যাথু ওয়েডকে।টি-টোয়েন্টি সিরিজে ডেভিড ওয়ার্নারের জায়গায় দলে এসে যথেষ্ট প্রভাবিত করেছেন ওয়েড।তিনি ওয়েডের ওপেনিং করার ইচ্ছার প্রশংসা করে বলেন,” ব্যাটিং ওপেন করার ক্ষেত্রে ও যে আমাদের কাছে অন্যতম একটি অপশন এ নিয়ে কোন সন্দেহ নেই। অনেকেই এই দলে ওপেনিং করতে চায়। এটাই আমাদের দল সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। তবে ওয়েডকে গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখেছি। শর্ট বলের বিরুদ্ধে ও যেভাবে দলের জন্য নিজেকে এগিয়ে দিয়েছে। নিজের শরীরকে সহ্যের সীমায় ঠেলে দিয়েছে তা অসাধারণ।আমরা গর্বিত যে আমাদের দলে এখন এমন পরিস্থিতি রয়েছে যাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওপেনারদের ব্যবহার করতে পারব। অনেকেই এই কাজ করার জন্য হাত তুলেছেন। ওয়েড যেখানেই ব্যাট করবে ও বিপক্ষের পথের কাঁটা হয়ে দাঁড়াবে।”
এদিন স্টিভ স্মিথের চোট প্রসঙ্গেও মুখ খুললেন অধিনায়ক পেইন,”ও সমস্ত ওয়ানডে খেলেছে, একবার অ্যাডিলেডে আসার পর টানা চারদিন ব্যাটিং করেছে। সুতরাং ওর প্রস্তুতি ভালো বলতে হবে ভীষণই ভালো। অ্যাডিলেডে দিনরাতের টেস্টের জন্য আলোর নিচেও ব্যাটিং করেছে। আমরা অবশ্যই চাই ও খেলুক। ওর পিঠে টান আগেও হয়েছে। যদিও গতকালের চোটটা একটু বেশি। তবে ও আজ অনুশীলনে এসেছে। সুতরাং আমরা দেখব আজকের দিন কেমন যায়? আমার মনে হয় এই চোট তেমন প্রভাব ফেলবে না। ও ফিরবে এবং অ্যাডিলেডে রানও করবে।”