দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ হকির জাদুকর ধ্যানচাঁদের জাদু এবার বলিউডের রুপোলি পর্দায়। খেলোয়াড়দের জীবন কাহিনী নিয়ে ছবি বলিউড এই প্রথম নয়। এর আগেও সচিন তেন্দুলকার, এমএস ধোনি, মিলখা সিং, মেরি কম, পান সিং তোমর, ববিতা ফোগাট প্রমূখ নানান খেলোয়াড়ের জীবনের ইতিবৃত্ত নিয়ে ছবি তৈরি হয়েছে বলিউডে। মহিলা হকি নিয়েও কিং খানের ‘চক দে ইন্ডিয়া’ জয় করে নিয়েছিল দর্শকদের মন।সে ছবির অনেক পুরনো দৃশ্য তো এখনো দর্শকদের চোখে লেগে আছে। এত জীবন কথার ভিড়ে হঠাৎ কোথাও ব্রাত্য হয়ে গিয়েছিলেন ভারতের প্রথম পর্বের সেই গর্বের মানুষ হকির জাদুকর ধ্যানচাঁদ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে খেলার দুনিয়ায় ভারতকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছিলেন তিনি।
১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে পরপর তিনটি অলিম্পিক সোনার মেডেল তিনি এনে দিয়েছিলেন ভারতের ঝুলিতে। সে ছিল এমন এক যুগ যখন অন্যান্য বিভাগে মেডেল পাওয়ার কথা ভাবতে না পারলেও হকিতে সোনা ছিল ভারতের কবলে। শুধু ভারত নয় তার অসাধারণ দক্ষতা তাকে পরিচিত করে তুলেছিল সারা বিশ্বব্যাপী। এবার সেই জাদুকরের জীবন কাহিনী রুপোলি পর্দায় দর্শকের সামনে নিয়ে আসতে উদগ্রীব রনি স্ক্রুওয়ালা। ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন অভিষেক চৌবে। এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘ইশকিয়া’, ‘সোনচিড়িয়া’-র মতো একাধিক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের।
মঙ্গলবার একথা ঘোষণা করে নিজের টুইটারে রনি স্ক্রুওয়ালা লেখেন,”দেড় হাজারের বেশি গোল, তিনটি সোনার পদক এবং ভারতের জন্য এক গৌরব-গাথা। আমার পরের ছবি অভিষেক চৌবের পরিচালনায় সেই হকির জাদুকর ধ্যানচাঁদ এর বায়োপিক হতে চলেছে এটা ভেবেই আমার গর্ব হচ্ছে। “
যদিও ধ্যানচাঁদের ভূমিকায় কোন অভিনেতা অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। কিন্তু একথা ঠিক যে প্রত্যেক ভারতীয় সিনেমা প্রেমী মুখিয়ে আছেন এই জাদুকরের জীবনের খুঁটিনাটি জেনে নিতে। শুধু বলিউড নয় সারা ভারতবাসীর কাছেই ইতিহাসে গৌরবের ইতিহাস। তাই তার জীবনকে এভাবে রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।