দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গোটা পৃথিবীতে করোনা সংক্রমণের কারণে আর্থিক দিক থেকে বেকায়দায় পড়েছে একাধিক ক্লাব, ক্রীড়াসংস্থা। শুধুমাত্র আর্থিক ক্ষতিই নয়, পেশাদার জীবনের দিক থেকেও বিড়ম্বনায় পড়েছেন নানা ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে অন্যতম টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। এমনও শোনা যাচ্ছে যে ঘাসের কোর্টের রাজা নাকি র্যাকেট হাতে কোর্টে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। তবে কি এবার সত্যিই অবসর নিতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। সেই জল্পনাতেই রীতিমতো সরগরম টেনিসমহল।
এতো কিছুর মূল কারণ হলো সদ্য ঘটে যাওয়া একটি ছোট ঘটনা ঘটেছে যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। গত ৭০ বছরে সুইজারল্যান্ডের সমস্ত ক্রীড়াবিদদের মধ্যে সেরা অ্যাথলিট হওয়ার পুরস্কার দেওয়া হয় তাকে। সেই পুরস্কার নেওয়ার দিনই তার অবসর নিয়ে জল্পনা তৈরি করলেন ৩৯ বছরের তারকা স্বয়ং। পুরস্কার নেওয়ার সময় তাঁর বক্তব্যের একটি ছোট্ট অংশ থেকেই তার অবসর নিয়ে যাবতীয় জল্পনা শুরু হয়।
তিনি পুরস্কার নেওয়ার পরে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন যে তিনি আশা করছেন আবার পরের বছর কোর্টে ফিরতে পারবেন। আর যদি তা না হয়, তাহলে শেষটা তার কাছে খারাপ লাগেনি। এই কথার পরেই জল্পনা শুরু হয় সুইস তারকার ভক্তদের মধ্যে। এমনিতেই চলতি বছরটা কোর্টে ভালো যায়নি ফেডেরারের। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে হেরে যান নোভাক জকোভিচের কাছে। এরপরই হাঁটুতে চোট পান। অস্ত্রোপচার করতে হয়। ফলে তিনি খেলার বাইরে থাকেন। তারপর এখনও মাঠে ফিরতে পারেননি সুস্থ না হওয়ায়।
তবে কি সত্যিই টেনিসকে বিদায় জানাচ্ছেন ফেডেরার? নিজেই জল্পনা বাড়ালেন সুইস তারকা

