দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জমে উঠেছে আইএসএল। দু একটি দল বাদে প্রত্যেকে দলই মাঠে নেমে দর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। এমন অবস্থায় কাল গোয়ার জিএমসি স্টেডিয়ামে হিরো ইন্ডিয়ান সুপার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্বল ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা বেঙ্গালুরু এফসি। ম্যাচে শেষ হাসি কে হাসে, সে তো সময় বলবে। তবে দুই দলের মধ্যে যে এই মুহূর্তে বেশ কিছুটা গুনগত মানের ফারাক রয়েছে, তা বুঝতে পারছেন সকল ফুটবল প্রেমীরা। নিজেদের গত ম্যাচে পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ফিরে এসেছিল বেঙ্গালুরু। ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল তারা। অপরদিকে একের পর হারে বিধ্বস্ত ওড়িশা এফসি। কালকের ম্যাচে জয় না এলে মনোবল আরও ভেঙে যাবে তাদের।
গত ম্যাচের মতো এই ম্যাচেও ওড়িশা এফসি-র বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন বেঙ্গালুরু এফসি-র কোচ। আগের দিন দলের প্রায় প্রত্যেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ফলে দলে বিশেষ কোনও পরিবর্তন না করার সম্ভাবনাই বেশি। কিন্তু ওড়িশা এফসি দলে রয়েছে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা। দুই স্ট্রাইকারে খেলার স্ট্রাটেজি কাজে আসেনি। ফলে দলে ফিরতে পারেন মার্সেলিনো।
• বেঙ্গালুরু এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক:- গুরপ্রীত সিং সান্ধু
রক্ষণ- হরমনজোৎ খাবরা, জুয়ানান, প্রতীক চৌধুরী, আশিক কুরুনিয়ান
মাঝমাঠ-
এরিক পার্তেলু, দিমাস দেলগাডো, সুরেশ সিং
আক্রমণ-
সুনীল ছেত্রী, ক্রিশ্চিয়ান ওপসেথ, সেলিটন সিলভা
• ওড়িশা এফসি সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
অর্শদ্বীপ সিং
রক্ষণ-
হেনরি অ্যান্টনী, জেকব ট্রাট, স্টিভেন টেলর, শুভম সারেঙ্গি
মাঝমাঠ-
কোল আলেকজান্ডার, গৌরব বেরা, মার্সেলিনো, নন্দ কুমার, লাইসরম সিং
আক্রমণ-
দিয়েগো মৌরিসিও