চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে ছিলেন রোনাল্ডো। প্রায় প্রতি ম্যাচেই গোল করছিলেন তিনি। পর্তুগিজ মহাতারকা ৩৬ এর দোরগোড়ায় দাঁড়িয়ে যে ফর্মের ঝলক দেখাচ্ছেন তা দেখে রীতিমতো বিস্মিত ফুটবলমহল। শুধুমাত্র গোল করাই নয়, শূন্যে উঠে এরিয়াল ডুয়েল জেতা, হাঁটুর বয়সী ডিফেন্ডারদের গতিতে পরাস্ত করা, পায়ের কাজে তাদের ধোঁকা দেওয়া, প্রতি ম্যাচে নতুন কোনও না কোনও রেকর্ড গড়া, সমস্ত কিছুই করছেন তিনি। কিন্তু দিন সবার সমান যায় না, সেটা প্রমাণিত হলো গতকাল রাতে। নিজের দলকে জেতানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে খলনায়ক হয়ে গেলেন সিয়ারসেভেন।
গতকাল রাতে আটালান্টার বিরুদ্ধে খেলতে নেমেছিল জুভেন্তাস। গত মরশুমের মতো ভয়ংকর ফর্মে না থাকলেও আটলান্টা সবসময়ই বিপজ্জনক প্রতিপক্ষ। এহেন প্রতিপক্ষের বিরুদ্ধে ২২ মিনিটে ফ্রেডরিকো কিয়েসার গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্তাস। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফ্রয়েলারের গোলে সমতায় ফেরে আটালান্টা। তার ঠিক চার মিনিটের মধ্যে জুভেন্তাসের হয়ে পেনাল্টি আদায় করে নেন সেই ফ্রেডরিকো কিয়েসা। পেনাল্টি নিতে এগিয়ে যান রোনাল্ডো। কিন্তু তার দূর্বল পেনাল্টি বাঁচিয়ে দেন আটালান্টা গোলরক্ষক। ফলে মাত্র এক পয়েন্ট নিয়েই ফিরতে হয় পিরলোর জুভেন্তাসকে।
শেষ দুই ম্যাচে মোট চারটি গোল করেছেন রোনাল্ডো। তার মধ্যে সবকটিই পেনাল্টি থেকে। ফলে তিনি যে কাল পেনাল্টি থেকে গোল করে জুভেকে জয় এনে দেবেন এমনটাই আশা করেছিলেন সকলে। তার শেষ কয়েকটি পেনাল্টি তিনি যেভাবে নিয়েছিলেন, সেভাবে নিলে জুভেকে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হতো, কিন্তু এদিন তিনি যে পেনাল্টিটি নেন তা ছিল একেবারেই দুর্বল, আটালান্টা গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপিয়ে পড়তেই বল তার একদম হাতে গিয়ে ওঠে। সেই পেনাল্টি ছাড়াও ম্যাচে আরও দুবার গোলের সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো। কিন্তু আজ ভাগ্য তার সাথে ছিল না। এর পরে পারমার বিরুদ্ধে খেলতে নামবে জুভেন্তাস। সেই ম্যাচের স্কোয়াডে সুযোগ পেলে নিজেকে প্রমাণের মরিয়া চেষ্টায় থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।