অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিন রাতের টেস্ট খেলতে আজ অ্যাডিলেটে নেমেছে ভারত। অস্ট্রেলিয়ার ভক্তদের যাবতীয় আশঙ্কার অবসান ঘটিয়ে টসে নামেন স্টিভ স্মিথ। ওয়ার্নারের না থাকায় ওপেনার হিসাবে সুযোগ পান জো বার্নস। যদিও টসে জেতেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সকলকে বেশ খানিকটা অবাক করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। পান্থের বদলে প্রথম প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করে ম্যাচ বাঁচানো ঋদ্ধিমান সাহাই সুযোগ পেয়েছেন প্রথম টেস্টে। প্রত্যাশামতোই, এক স্পিনার তিন পেসারে দল সাজিয়েছিলেন বিরাট কোহলি।
পৃথ্বী শ-কে প্রথম একাদশে দেখেই অনেকের ভ্রু কুঁচকেছিল। ফর্মে থাকা গিল, রাহুলরা থাকা সত্ত্বেও তার চয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। চলতি বছরে জাতীয় দল হোক বা আইপিএল, কোথাও ভালো ফর্মে পাওয়া যায়নি তাকে। সেখানে স্টার্ক, হ্যাজেলউডদের গোলাপি বলের সুইং তিনি কতটা সামলাতে পারবেন তা নিয়ে প্রশ্ন ছিলই।
ভারতীয় ক্রিকেট ভক্তদের যাবতীয় আশঙ্কাকে সত্যি করে প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্টার্কের ইনসুইংয়ে বোল্ড হয়ে বিদায় নেন পৃথ্বী। পায়ের মুভমেন্ট নিয়ে পৃথ্বীকে সম্প্রতি অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, সেই সমস্যাই আবার তাকে ফেরালো। অ্যাডিলেটের তাজা পিচে আপাতত আগুন ঝরাচ্ছেন স্টার্ক। লড়ছেন পূজারা এবং আগরওয়াল।