দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ গোলাপি বলে টেস্ট অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গোলাপি বলের ফায়দা তুলতে আজ কোন ভুল করেনি অস্ট্রেলীয় বোলিং। প্রথম ওভার থেকেই আগুন ঝরাতে শুরু করেন স্টার্ক এবং কামিন্স। খাতা খোলার আগেই তাই স্টার্কের বলে প্লেড অন হয়ে সাজঘরে ফিরে যান পৃথ্বী শ। দু ধারী তলোয়ারের মতো দু দিকে মুভ করা বল সামলাতে গিয়ে আজ যথেষ্ট বেগ পেতে হয় মায়াঙ্ক ইচ্ছে এবং পুজারাকে। পূজারা ক্রিজে ডিফেন্সের দেওয়াল তুলতে সক্ষম হলেও আগরওয়ালের মাটি কামড়ানো লড়াই শেষ পর্যন্ত শেষ হয়ে যায় কামিন্সের বলে।
আজ দলে ছিলেন না কে এল রাহুলও।ফলে দুটি চার দিয়ে সাজানো ১৭ রানের ইনিংস খেলে যখন সাজঘরে ফেরেন আগরওয়াল। বিরাট কোহলির এবং পূজারার ওপরেই নির্ভর হয়ে পড়ে দল। পিচে যে যথেষ্ট বিষ ছিল আজ এ নিয়ে কোন সন্দেহ নেই। এমনকি মিডিয়াম ফাস্ট বোলার ক্যামেরণ গ্রীনও যথেষ্ট সুবিধা পাচ্ছিলেন তার অভিষেক ম্যাচে। গোলাপি বলের টেস্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পর্ব হলো প্রথম পর্ব এবং গোধূলি পর্ব। আর আজ প্রথম পর্বের প্রথম অর্ধে সুযোগ তুলে নিতে কোনো ভুল করেনি অস্ট্রেলিয়া। ভারতের ওপেনিং জুটিকে দ্রুত ফেরত পাঠিয়ে যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল তারা।
তবে আজ শুরু থেকেই ক্রিজে যথেষ্ট সক্রিয় মনে হচ্ছিল পুজারা এবং কোহলিকে। একদিকে যেমন দৃঢ়তার সঙ্গে রক্ষণে মনোযোগ দিয়েছিলেন পুজারা। তেমনি অন্যদিকে কোহলির ‘ক্রিজ-মুভমেন্ট’ও ছিল যথেষ্ট ভালো। মধ্যাহ্নভোজনে যাওয়ার আগে পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে মোট ৪১ রান তুলে নেয় ভারত। অপরাজিত থাকেন কোহলি এবং পুজারা। আপাতত পূজারার সংগ্রহ ১৭ এবং কোহলির সংগ্রহ ৫।