দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি।কিন্তু শুরুটা মোটেই ভাল হয় নি ভারতের জন্য। ওপেনার পৃথ্বী শ খাতা খোলার আগেই স্টার্কের বলে প্লেড অন হয়ে সাজঘরে ফেরেন।পূজারার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু ব্যক্তিগত ১৭ রানের মাথায় তাকে ফিরিয়ে দেন কামিন্স। এরপর পুজারা এবং ভারত অধিনায়ক কোহলির উপরেই নির্ভর হয়ে পড়ে মেন ইন ব্লু।ভোজন বিরতির আগে অবধি দুজনেই ছিলেন যথেষ্ট দৃঢ়প্রতিজ্ঞ। তাদের রক্ষণের জাল ভেদ করে উইকেট তালিকায় আর কোনো পরিবর্তন ঘটাতে পারেননি অজি বোলাররা। ফলতো ১৭ রানে অপরাজিত থাকেন পুজারা এবং ৫ রানে অপরাজিত থেকে বিশ্রাম কক্ষে ফেরেন কোহলি।
ভোজন বিরতির পর সাধারণত রান আসে গোলাপি টেস্টে। তবে আজ রান তোলার চাপে উইকেটের বাইরের বল ড্রাইভ করার চেষ্টা করেননি কোহলি।ড্রাইভ করতে গিয়ে অনেকবার তিনি আউট হয়েছিলেন গত বছর। তাই এবার কোহলি ছিলেন যথেষ্ট সতর্ক। তবে লাঞ্চের পরেও আজ যথেষ্ট আগুন ঝরাচ্ছিলেন হেজেলউড এবং কামিন্সরা।বিশেষত আজ বাউন্সকে যেভাবে কাজে লাগান কামিন্স তা ছিল দেখার মতো। তবে বাউন্ডারি না এলেও আজ সিঙ্গেল এবং ডাবলসে যথেষ্ট তৎপর ছিলেন কিং কোহলি। তাদের মূল লক্ষ্য যে হেজেলউড, স্টার্ক এবং কামিন্সকে ক্লান্ত করা এ নিয়ে কোন সন্দেহ ছিলনা।অফ স্পিনার নাথান লায়ন আসার পরে আক্রমণ বাড়াতে শুরু করেন পূজারাও।শুরুতে বাউন্ডারি না পেলেও লায়নের বলে আজ ৪৮ তম ওভারে পরপর নিজের প্রথম দুটি বাউন্ডারি তুলে নেন পুজারা।
কিন্তু শেষপর্যন্ত লায়নের বলেই শেষ হয় পূজারার ম্যারাথন ইনিংস। ১৬০ বলে দুটি চার দিয়ে সাজানো ৪৩ রানের লড়াকু ইনিংস খেলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।ফলে আপাতত অ্যাডিলেডে কোহলি এবং সহ-অধিনায়ক রাহানের উপরই নির্ভরশীল ভারত।৫৩ ওভার শেষে আপাতত ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১০৩।চারটি চার দিয়ে সাজানো ৩৬ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন বিরাট। রাহানে রয়েছেন ১ রানে।