দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ গোলাপি বলের টেস্টের অ্যাডিলেডের ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন কোহলি। তবে শুরুটা মোটেই ভাল হয়নি ভারতের জন্য। স্টার্কের বলে প্লেড অন হয়ে শুরুতেই ফিরে যান পৃথ্বী শ। মায়াঙ্ক এবং পুজারা কিছুটা লড়াই চালানোর চেষ্টা করলেও ১৭ রানে কামিন্সের বলে বোল্ড হন মায়াঙ্কও। ফলে ভোজন বিরতির আগেই মাঠে আসতে হয় কোহলিকেও। আজ শুরু থেকেই কোহলি রণনীতি ছিল খারাপ বলে আক্রমণ এবং ভালো বলকে সম্মান প্রদান।
এমনকি ইনিংসের শুরুতে একটিও কভারড্রাইভ খেলতে দেখা যায়নি তাকে।দৃঢ় সংযমের সাথে আজ তার অপেক্ষা ছিল খারাপ বলের জন্য। অন্যদিকে পূজারার ডেড ডিফেন্স যেমন ছিল রক সলিড, তেমনি কোহলিও আজ নিজেকে সম্পুর্ন সময় দেন। তবে লায়ন আসতেই আজ আক্রমণ শুরু করেন তিনি। অন্যদিকে পায়ের দিকে ভেসে আসা বল কিম্বা বাউন্সারকেও বাউন্ডারি দেখাতে আজ কোন ভুল করেননি তিনি। কিন্তু লায়নের বলে আক্রমণাত্মক হতে গিয়ে ১৬০ বলে দুটি চার দিয়ে সাজানো ৪৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত আউট হয়ে ফেরেন পূজারাও। তবে অন্য দিকের উইকেট পতন হলেও নিজের ব্যাটিংয়ে তার কোন ছাপ পড়তে দেননি বিরাট। সহ-অধিনায়ক রাহানেকে সাথে নিয়ে বড় স্কোর তৈরি করার লক্ষ্যে দৃঢ়তার সাথে এগিয়ে চলেন তিনি।চা পান বিরতি অবধি চারটি চার দিয়ে সাজানো ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি। অন্যদিকে ৫৫ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান।
এরপরে ভারতের কাছে সব থেকে বড় বাধা ছিল টোয়াইলাইট সেশন বা সান্ধ্যকালীন পর্যায়টি কাটিয়ে ওঠা।কিন্তু রাহানে এবং কোহলি দুজনেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। লায়নের বলে উইকেট পতন হলেও তাকে অযথা প্রাধান্য দিয়ে পরিস্থিতি আরো কঠিন করার সুযোগ তৈরি করতে দেননি তারা। শেষ পর্যন্ত বিরুদ্ধ পরিস্থিতিতে ১২৩ বলে পাঁচটি চার দিয়ে সাজানো সুন্দর অর্ধশতক পূর্ণ করেন তিনি।আপাতত তার বাটে ৩ উইকেট হারিয়ে ১২৭ রানে লড়ছে ভারত।