29 C
Kolkata
Tuesday, March 28, 2023
More

    ভুল বোঝাবুঝির কারণে রান আউট কোহলি, অ্যাডিলেডে চাপে ভারত!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া।টসে জিতে আজ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে সেই সিদ্ধান্ত ব্যাক ফায়ার করতে বেশি সময় নেয়নি।স্টার্কের বলে প্রথমেই প্লেড অন হয়ে ফিরে যান পৃথ্বী শ।আগরওয়ালের সাথে পুজারা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি বিধ্বংসী বোলিংয়ের সামনে।ফলে মাত্র ১৭ রানেই ফিরতে হয় আগারওয়ালকে। ভারতের দুর্গ রক্ষা করতে প্রথম পর্ব শেষ হওয়ার আগেই মাঠে আসেন কিং কোহলি।তবে বিরুদ্ধ পরিস্থিতিতেও আজ শুরু থেকেই কোহলি রণনীতি ছিল স্পষ্ট, খারাপ বলে আক্রমণ এবং ভালো বলকে সম্মান প্রদান।

    এমনকি ইনিংসের শুরুতে একটিও কভারড্রাইভ খেলতে দেখা যায়নি তাকে।দৃঢ় সংযমের সাথে আজ তার অপেক্ষা ছিল খারাপ বলের জন্য। অন্যদিকে পূজারার ডেড ডিফেন্স যেমন ছিল রক সলিড, তেমনি কোহলিও আজ নিজেকে সম্পুর্ন সময় দেন। খারাপ বলের বিরুদ্ধে কাজ শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। একদিকে যেমন বাউন্সার বা পায়ের দিকে ভেসে আসা বলকে সীমানার বাইরে পাঠাতে কোন ভুল করেননি তিনি, তেমনি লায়নের বলে স্টেপ আউট করে বাউন্ডারি তুলে নিতেও ভুল হয়নি তার। অন্যপ্রান্তে লায়নের উপর আক্রমণাত্মক ছিলেন পুজারাও।

    কিন্তু শেষ পর্যন্ত সেই হাসি হাসেন লায়নই। ১৬০ বলে দুটি চার দিয়ে সাজানো ৪৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত আউট হয়ে ফেরেন পুজারা। তবে অন্য দিকের উইকেট পতন হলেও নিজের ব্যাটিংয়ে তার কোন ছাপ পড়তে দেননি বিরাট। সহ-অধিনায়ক রাহানেকে সাথে নিয়ে বড় স্কোর তৈরি করার লক্ষ্যে দৃঢ়তার সাথে এগিয়ে চলেন তিনি।শেষ পর্যন্ত বিরুদ্ধ পরিস্থিতিতে ১২৩ বলে পাঁচটি চার দিয়ে সাজানো সুন্দর অর্ধশতক পূর্ণ করেন তিনি।সন্ধে গড়ানোর পর পিচ কিছুটা সহজ হয়ে যায় অ্যাডিলেডে। তার ফায়দা তুলতে আজ কোন ভুল করেননি ভারত অধিনায়ক। তবে অন্যদিকে আজ তার সংযমও ছিল শিক্ষণীয়।ইনিংসের শুরুতে লায়নের বলে ক্যাচ দিয়েও একবার বেঁচে যান তিনি। কারণ আম্পায়ার আজ আউট দেননি। কিন্তু তারপর থেকে যেভাবে সংযমী ইনিংস গড়ে তোলেন তিনি তা ছিল অনবদ্য।

    কিন্তু আজ দুর্ভাগ্যবশত ১৮০ বলে আটটি চারের সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরে যেতে হয় কোহলিকে। ফলে ১৮৮ রানে চতুর্থ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় ভারত। রাহানের ব্যাটিং করছিলেন ৪১ রানে। আপাতত তাঁর ব্যাট এর উপরেই নির্ভর করে আছে ভারতীয় দল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...