দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআজ গোলাপি টেস্টে অ্যাডিলেডে প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সিদ্ধান্ত ব্যাক ফায়ার করতে বেশি সময় লাগেনি। খাতা খোলার আগেই স্টার্কের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী শ। মায়াঙ্ক এবং পুজারা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও ১৭ রানে কামিন্সের বলে বোল্ড হয়ে ফিরে যান মায়াঙ্ক। এরপর অধিনায়ক কোহলিকে সঙ্গে নিয়ে ভারতকে সম্মানজনক লক্ষ্যে পৌঁছে দেবার চেষ্টা এগিয়ে চলেন পুজারা। কিন্তু তার ১৬০ বলের ম্যারাথন ইনিংস শেষ হয় ৪৩ রানেই।
ফলে সহ-অধিনায়ক রাহানের উপর দায়িত্ব ছিল অধিনায়ক কোহলির সঙ্গ দেবার। নিজের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেন অজিঙ্কা রাহানে। টোয়াইলাইট সেশানে যেভাবে আক্রমণাত্মক মনোভাব বজায় রেখে উইকেট তুলে নেওয়া লায়নের বিরুদ্ধে একেরপর এক বাউন্ডারি তুলে নেন তিনি তা ছিল অনবদ্য। শুধু লায়ন নয় জোরে বোলার কামিন্স স্টার্কদের বিরুদ্ধেও একই রকম আক্রমণাত্মক ছিলেন তিনি। ফ্রন্টফুট এবং ব্যাকফুটে দুই তরফেই তিনি ছিলেন সমান সক্রিয়। প্রস্তুতি ম্যাচের ভালো ফর্ম গোলাপি টেস্টেও কাজে লাগাতে রাহানে ছিলেন বদ্ধপরিকর।
বিশেষত ড্রাইভে যেভাবে একের পর এক বাউন্ডারি তুলে নেন তিনি অস্ট্রেলিয়ার পিছে গোলাপি বলের বিরুদ্ধে তা ছিল সত্যিই শিক্ষণীয়। অন্যদিকে বিরাটও প্রথম দুই পর্বের চাপ কাটিয়ে আস্তে আস্তে রানের গতি বাড়ানোর দিকে লক্ষ্য দিয়েছিলেন। তার সাথে আজ সুন্দর সঙ্গ দান করেন রাহানেও।এমনকি হেজেলউডের বাউন্সারে ইনিংসের প্রথম ছয় তুলে নেন তিনি। কিন্তু আজ দুর্ভাগ্যবশত ১৮০ বলে আটটি চারের সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরে যেতে হয় কোহলিকে। ফলে ১৮৮ রানে চতুর্থ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় ভারত। রাহানে ব্যাটিং করছিলেন ৪১ রানে।হনুমা বিহারির সাথে জুটি বেঁধে তার দায়িত্ব ছিল আজকের দিনে ভারতকে শেষ অবধি নিয়ে যাওয়া। কিন্তু আজ যেন এই রান আউটের পরে কিছুটা মনসংযোগ হারিয়ে ফেলেছিলেন রাহানে। আর সেই জন্যই শেষ পর্যন্ত স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ৪২ রানে ফিরে ফিরে যান তিনি। ফলে মহা সংকটে পড়ে যায় ভারত কারণ ১৯৬ রানে তারা হারিয়ে ফেলে অর্ধেক দলকে।