দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দীর্ঘদিন থাকতে হয়েছে বাড়ির বাইরে। দেশের বাইরে প্রথম আইপিএল এবং তারপর অস্ট্রেলিয়ায় ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ। এমনকি চার মাস ধরে সন্তানের মুখ দেখতে পারেননি হার্দিক পান্ডিয়া। আর তার কারণেই পরিবারের সঙ্গে সময় কাটানোয় এবার নিজের সম্পূর্ণ টুকু উজার করে দিচ্ছেন তিনি। এই বিশেষ মুহূর্তের সবটুকু তিনি উপভোগ করে নিতে চান একেবারে নিজের মত করে। কয়েকদিন আগেই সন্তানকে দুধ খাওয়ানোর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন হার্দিক। এবার স্ত্রী নাতাশার সঙ্গে ডিনার ডেটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।সমর্থকদের মধ্যে দ্রুত ভাইরাল হয়ে পড়তে সময় নেয়নি পোস্টেটি। ছবির ক্যাপশনে হার্দিক লেখেন,’মাই ডিনার ডেট।’
ছবিতে দেখা যাচ্ছে প্লেটে কাঁকড়া সাজিয়ে বসেছেন হার্দিক। আবার অন্য একটি ছবিতে নাতাশার সাথে ফটোসেশন করতেও দেখা গেল ভারতের এই তারকা অলরাউন্ডারকে।সবমিলিয়ে জীবনের সমস্ত মুহূর্তগুলিকে চরম উপভোগ করছেন হার্দিক এ নিয়ে কোন সন্দেহ নেই। প্রথমে আই পি এল তারপর দেশের জার্সি গায়ে অস্ট্রেলিয়ায় নিজের কর্তব্য পালন। কোন দিকেই একটুও খামতি রাখেননি তিনি। যেমন একদিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাহায্য করেছেন আইপিএল জিততে তেমনি অন্যদিকে তার কাঁধে ভর করেই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া।
এরপর অবশ্যই কথা উঠেছিলো টেস্ট সিরিজের জন্য তাকে রেখে দেওয়ার। হার্দিকও জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট যা সিদ্ধান্ত নেবে তা মানতে তিনি রাজি। কিন্তু চোট থেকে ফেরার পর এখনো সেভাবে বোলিং করতে পারছেন না তিনি। আর তিনি বোলিং না করলে ভারতীয় একাদশের কম্বিনেশন নষ্ট হবার সম্ভাবনা থেকে যায়। সেই কারণেই তাকে দেশে ফেরার অনুমতি দেয় টিম ম্যানেজমেন্ট। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর সাথে সাথে অ্যাডিলেড টেস্টেও নজর রেখেছেন হার্দিক। তার মতে গোলাপি টেস্ট জিতেই সফর শুরু করে ভারতীয় দল। তবে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানো তো বটেই তার সঙ্গে হার্দিকের নজর রয়েছে ভারত ইংল্যান্ড সফরের দিকে। কারণ সেই সিরিজেই আবার মাঠে কামব্যাক করবেন বড়দার এই অলরাউন্ডার।