দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গোয়ার জিএমসি স্টেডিয়ামে আজ হিরো ইন্ডিয়ান সুপার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্বল ওড়িশা এফসি-র মুখোমুখি হয়েছিল দুর্দান্ত ফর্মে থাকা বেঙ্গালুরু এফসি। দুই দলের মধ্যে যে বেশ কিছুটা গুনগত মানের ফারাক রয়েছে, তা জানতেন সকল ফুটবলপ্রেমীরা। নিজেদের গত ম্যাচে পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ফিরে এসেছিল বেঙ্গালুরু। ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল তারা। অপরদিকে একের পর হারে বিধ্বস্ত ওড়িশা এফসি। অপরদিকে জামশেদপুর বাদে বাকি প্রত্যেকটি ম্যাচ হারতে হয়েছিল ওড়িশাকে। তা সত্ত্বেও আজকের দলে মার্সেলিনোকে রাখেননি ওড়িশা কোচ স্টুয়ার্ট। ফলে এই ম্যাচেও যে প্রতি আক্রমণকেই গুরুত্ব দিচ্ছে ওড়িশা, তা পরিস্কার হয়ে যায়।
প্রত্যাশা মতোই বলের দখল নিজেদের কাছে রেখে ওড়িশাকে বাগে আনার চেষ্টা করছিল বেঙ্গালুরু। কিন্তু অর্শদীপকে পরাস্ত করতে পারছিলেন না তারা। অপরদিকে ওড়িশার সামনে সুন্দর কয়েকটা সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কিন্তু আক্রমণে উঠতেই বার বার অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়তে থাকেন ওড়িশা ফরোয়ার্ডরা। লাইন্সম্যানের ভুল সিদ্ধান্তেরও শিকার হতে হয় ওড়িশাকে। বেঙ্গালুরু ডিফেন্স দুর্দান্তভাবে সামলে রাখে মৌরিসিও, ম্যানুয়েল-দের। অপরদিকে ৩৮ মিনিটে আসে বেঙ্গালুরু ভক্তদের বহুপ্রতিক্ষিত মুহূর্তটি। হরমোনজ্যোৎ খাবরার দুর্দান্ত ক্রস থেকে বিশ্বমানের হেডে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন সেই সুনীল ছেত্রী। আইএসএলে এটি ছিল তার ৪২ তম গোল। তাছাড়াও আরো বেশ কিছু সুযোগ নষ্ট করেন বেঙ্গালুরু ফুটবলাররা। শেষপর্যন্ত ১-০ ফলে এগিয়ে প্রথমার্ধে ড্রেসিংরুমে ফেরে সুনীলরা।
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠার চেষ্টা করে ওড়িশা এফসি। কিন্তু প্রাথমিক সেই চাপ ভালোই সামলে নেয় বেঙ্গালুরু ডিফেন্স। এরপর বারবার আক্রমণে এসে ওড়িশা ডিফেন্সের পরীক্ষা নিতে থাকে সুরেশ, সিয়েলটনরা। ৬১ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েও গুরপ্রীতকে পরাস্ত করতে ব্যর্থ হয় ওড়িশার ফুটবলাররা। ৬৬ মিনিটে অর্শদীপের দুর্দান্ত রিফ্লেক্সে রক্ষা পায় ওড়িশা। কিন্তু ৭০ মিনিটে জেরির ভাসানো ফ্রি কিক থেকে ওড়িশাকে সমতায় ফেরান অধিনায়ক স্টিভেন টেইলর। চলতি মরশুমে এটি ছিল ওড়িশার তৃতীয় গোল। কিন্তু ৮ মিনিটের মধ্যেই গোল করে বেঙ্গালুরুকে ফের এগিয়ে দেন সিয়েলটন সিলভা। এরপর মরিয়া আক্রমণ করে ওড়িশা। কিন্তু সজাগ ছিল বেঙ্গালুরু ডিফেন্স। অতিরিক্ত সময়ে ওড়িশাকে বল প্রায় ধরতে দেয়নি বেঙ্গালুরুর ফুটবলাররা। শেষপর্যন্ত ২-১ গোলেই ম্যাচ জেতে বেঙ্গালুরু।